খেলা

কুম্বলেকে প্রধান নির্বাচক পদে দেখতে চান সেওয়াগ

স্পোর্টস ডেস্ক

২৩ আগস্ট ২০১৯, শুক্রবার, ৮:৪৩ পূর্বাহ্ন

ভারতীয় ক্রিকেটের প্রধান নির্বাচক হিসেবে অনিল কুম্বলেকে দেখতে চান বীরেন্দর সেওয়াগ। তবে এ ব্যাপারে বাস্তববাদীও সাবেক ভারতীয় ব্যাটসম্যান। এই মুহূর্তে প্রধান নির্বাচক পদের যে বেতন-ভাতা, তাতে কুম্বলে আগ্রহী হবেন কিনা, সে চিন্তা তার থাকছেই। ভারতের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন এমএসকে প্রসাদ। দেশের হয়ে ১৩টি টেস্ট খেলেছেন এ উইকেটরক্ষক। প্রসাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু কুম্বলের মতো কেউ যদি প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন, তাহলে সে ধরনের কোনো প্রশ্ন উঠবে না বলেই মনে করেন সেওয়াগ। সেওয়াগ বলেন ‘আমি প্রধান নির্বাচক পদের জন্য অনিল কুম্বলেকেই সঠিক প্রার্থী বলে মনে করি। সে এমন একজন ক্রিকেটার যে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে খেলেছে। কোহলি, ধোনিদের কোচিং করিয়েছে।’ সেওয়াগ বলেন,‘এখন প্রধান নির্বাচক পদের যে বেতন, তাতে কুম্বলের মতো কেউ এটি নিতে রাজি হবে কিনা, সেটি নিয়ে সন্দেহ আছে। এই পদের বেতন বছরে এক কোটি রুপি। কুম্বলেকে নিতে চাইলে অবশ্যই বেতনের অঙ্কটা অনেক বাড়াতে হবে।’ তিনি নিজে কেন প্রধান নির্বাচকের পদ নিতে আগ্রহী নন, সেটিও বলেছেন সেওয়াগ। বলেন ‘স্বার্থ সংঘাত শব্দটাতেই সমস্যা। বুঝতে পারি যদি প্রধান নির্বাচক হই, তাহলে নিজের একাডেমি চালাতে পারবো না। আমি বুঝতে পারি না, এমনটা কেন হবে? কেন এ ধরনের পদে থাকলে অন্য কিছু করা যাবে না। আমি ইদানীং পত্রিকায় কলাম লিখছি, ধারাভাষ্য দিচ্ছি, প্রধান নির্বাচকের পদে গেলে তো সেটা করতে পারবো না।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status