বাংলারজমিন

কাশিমপুর কারাগারে বন্দির মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

২৩ আগস্ট ২০১৯, শুক্রবার, ৮:০৯ পূর্বাহ্ন

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিট কেন্দ্রীয় কারাগারের বন্দি এনামুল হক বাবুল মারা গেছেন। নিহত বাবুল (৪৮) পটুয়াখলীর মির্জাগঞ্জ থানার সন্তোষপুর এলাকার আব্দুল মান্নান হাওলাদারের ছেলে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।
কারাগারের ডেপুটি জেলার মো. জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাবুল হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকার রমনা থানার আইসিটি আইনের একটি মামলার আসামি ছিলেন তিনি। গ্রেপ্তার হওয়ার পর আদালতের মাধ্যমে ২০১৭ সালের ১৪ই জুন তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে পাঠানো হয়।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, বাবুলকে মৃতাবস্থায় এ হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status