খেলা

আগামী বছরই অবসর নিতে পারেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক

২২ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ৯:১৭ পূর্বাহ্ন

আগামী বছরই ফুটবল ছেড়ে দেয়ার ইঙ্গিত দিয়েছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এ বিষয়ে পর্তুগিজ টেলিভিশন টিভিআইকে দেয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন,‘আমি আসলে অবসরের বিষয়ে ভাবছি না। হয়ত আমি আমার ক্যারিয়ারের ইতি টানতে পারি আগামী বছর। আবার ৪০-৪১ বছর পর্যন্তও খেলা চালিয়ে যেতে পারি। আসলে আমি এ বিষয়ে নিশ্চিত না। আমি সব সময় বলি, আমি মাঠের মুর্হূতটা উপভোগ করছি এবং তা এভাবেই উপভোগ করতে চাই।’ গত মৌসুমে রোনালদো জুভেন্টাসে জার্সিতে ২৮ ম্যাচে ৪৩ গোল করেন রোনালদো। এর আগে ২০০৯-২০১৮ সাল পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতায় ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করেছিলেন। তিনি রিয়ালকে এনে দেন ৪টি চ্যাম্পিয়ন্স লীগ ও ২টি লা লিগা শিরোপা। রিয়ালে আসার আগে ২০০৩-২০০৯ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতায় ২৯২ ম্যাচে ১১৮ গোল করেন রোনালদো। ম্যানচেস্টারকে ১টি চ্যাম্পিয়ন্স লীগও ৩টি প্রিমিয়ার লীগের মুকুট এনে দেন এ পর্তুগিজ তারকা। দলীয় এছাড়াও ব্যক্তিগতভাবে ৫টি ব্যালন ডি’অর অর্জন করেন তিনি। তাই কিছুটা গর্ব নিয়েই রোনালদো বললেন, ’আমার মতো এত রেকর্ড আর কোনো ফুটবলারের আছে কিনা তা আমার জানা নেই।’
রোনালদোকে আইডিয়াল ক্রীড়া ব্যক্তিত্ব মনে করেন তার ক্লাব সতীর্থ সেমি খেদিরা। কিকারকে রোনালদো সর্ম্পকে জার্মান তারকা খেদিরা বলেন,’বাস্কেটবল খেলোয়াড় লেবর্ন জেমস বা আমেরিকান ফুটবলার (রাগবি) টম ব্রাডির মতো রোনালদো সকল খেলোয়ারের জন্য উদাহরণ স্বরূপ।’ শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় পার্মার বিপক্ষে মাঠে নামবে সিআর সেভেনের জুভেন্টাস। সিরি আয় টানা ৮ বারের চ্যাম্পিয়ন তারা।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status