খেলা

অবশেষে নিজস্ব আবাসন পেলো টেবিলটেনিস

স্পোর্টস রিপোর্টার

২২ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ৯:১৭ পূর্বাহ্ন

শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামের পূর্ব পার্শ্বের নীচতলায় আটটি রুম সংস্কার করা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও থাকছে। প্রায় আট লাখ টাকা খরচ করে খেলোয়াড়দের নিজস্ব আবাসন ব্যবস্থা তৈরি করেছে বাংলাদেশ টেবিলটেনিস ফেডারেশন। যেখানে আগামী রোববার থেকে শুরু হচ্ছে নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসের টিটি প্রশিক্ষণ ক্যাম্প। মঙ্গলবার রাতে কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম। এসএ গেমসের জন্য অন্য ডিসিপ্লিনগুলো ক্যাম্প শুরু করেছে ১৫ জুলাই। সে হিসেবে প্রায় এক মাস দশদিন পর শুরু হচ্ছে টিটির ক্যাম্প। এর কারণ হিসেবে জাহাঙ্গীর আলম বলেন, ‘গেল মাসেই আমাদের একটি দল ভারতের জয়পুরে গিয়েছিল কমনওয়েলথ টিটি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে। এরপরেই ঈদের ছুটি গেল। তাই ক্যাম্প করতে সময় নিতে হয়েছে। মঙ্গলবার কার্যনির্বাহী কমিটির সভায় ২৫ আগষ্ট থেকে ক্যাম্প শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।’ ফেডারেশনের নীচের তলায় প্রায় আটটি রুম সংস্কার করে আবাসনের উপযোগী করে তোলা হয়েছে। যাতে খেলোয়াড়রা নিরবিচ্ছিন্নভাবে অনুশীলন চালিয়ে যেতে পারেন। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ২৫ আগষ্ট থেকে শুরু হবে এই ক্যাম্প। পুরুষ ও নারীদের র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা প্রথম আটজনকে করে ১৬ জনকে নিয়ে শুরু হবে অনুশীলন। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত টিটি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।’ তিনি যোগ করেন, ‘খেলোয়াড়দের হোটেলে রাখতে গেলে গেলে প্রায় ১১ লাখ টাকা খরচা হতো। অথচ আমরা আট লাখ টাকা ব্যয়ে নিজেদের হোস্টেল সংস্কার করে ফেলেছি। এখানে একজন কোচসহ প্রায় ২০ জন খেলোয়াড় থাকতে পারবে। তাছাড়া খেলোয়াড়দের সুবিধার্থে একটি করে পাঁচন ঘর ও ডাইনিংও রয়েছে। আশাকরি এবার নিবিড়ভাবে অনুশীলন করতে পারবে তারা।’ আপাতত স্থানীয় কোচের অধিনেই অনুশীলন করবেন খেলোয়াড়রা। এরপর ভারত থেকে দু’জন কোচ আনা হবে বলেও জানান জাহাঙ্গীর।  কোচ নিয়ে তিনি বলেন, ‘আমরা ভারত থেকে দু’জন কোচ আনার চেষ্টা করছি। যারা এসএ গেমসের জন্য দলকে প্রস্তুত করবেন। এছাড়া দক্ষিণ কোরিয়া থেকে দীর্ঘমেয়াদে একজনও আনবো। যাতে সিনিয়র ও বয়সভিত্তিক দলকে প্রস্তুত করতে পারেন।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status