বাংলারজমিন

ময়মনসিংহ রেলস্টেশন ইয়ার্ডে কোটি টাকার সম্পদ ধ্বংস

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

২২ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ৮:৫৫ পূর্বাহ্ন

ময়মনসিংহ রেলওয়ে জংশনের ইয়ার্ডে আগাছায় দেড় যুগ ধরে মালবাহী ওয়াগন সহ রেলের কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস হচ্ছে। ইয়ার্ড এলাকায় বাউন্ডারি ওয়াল না থাকায় রাতের আঁধারে চুরি ও খোয়া যাচ্ছে রেল সম্পদ। দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় ইয়ার্ডে আগাছা জন্মে জঙ্গলে রূপ নিয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে যখন মশা নিধনে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলছে, সেখানে রেলওয়ে ইয়ার্ড মশার আশ্রয়স্থল হিসেবে পরিণত হয়েছে। পরিত্যক্ত এসব রেল সম্পদ বেহাল অবস্থায় পড়ে থাকার কোনো সঠিক পরিসংখ্যান খুঁজে পাওয়া যায়নি। রেলওয়ে সূত্রে জানা যায়, আনুমানিক ২ শতাধিক মালবাহী ওয়াগন ও ৩টি কোচ কনডেম হয়ে দেড় যুগ ধরে পড়ে আছে। এব্যাপারে স্টেশন সুপার জহুরুল ইসলাম জানান, ইয়ার্ডে পরিত্যক্ত এসব ওয়াগনসহ রেল যন্ত্রপাতির দেখাশুনার দায়িত্ব প্রধান ট্রেন পরীক্ষক ও প্রকৌশল বিভাগের। কাজেই এব্যাপারে আমি কিছু বলতে পারবো না। এব্যাপারে প্রধান ট্রেন পরীক্ষক আজিজুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরিত্যক্ত ওয়াগন ও কোচ এবং ইয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব রেলের প্রকৌশল বিভাগের। এব্যাপারে ময়মনসিংহ রেলওয়ে প্রকৌশল শাখার সহকারী নির্বাহী প্রকৌশলী সুকুমার রায় বলেন, এব্যাপারে উপ-সহকারী প্রকৌশলী দায়িত্বে আছেন। পরিষ্কারের লোক আছে। আজকালের মধ্যে পরিষ্কার করা হবে।  মানুষের মলমূত্র ও বৃষ্টির কারণে দ্রুত আগাছাগুলো বেড়ে উঠে। লোকবল সংকটের কারণেও পরিষ্কার কিছুটা বিলম্বিত হয়েছে। তিনি বলেন, এই আগাছার চেয়ে বেশি ক্ষতিকর রেলস্টেশনের দুই মাথায় বস্তি থেকে  নোংরা ও ময়লা আবর্জনা ফেলে দুর্গন্ধের সৃষ্টি করছে। সিটি করপোরেশনকে আমি বিষয়টি জানিয়েছি। পরিত্যক্ত ওয়াগন ও কোচ রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বিভাগ রয়েছে। এটা তারাই বলতে পারবেন। পরিত্যক্ত গাড়ি বেচা-কেনার দায়িত্ব আমাদের না। পরিত্যক্ত গাড়ি বেচা-কেনার দায়িত্ব প্রধান ট্রেন পরীক্ষকের। প্রকৌশল বিভাগ হচ্ছে রেল লাইনের দেখাশুনা করার দায়িত্বে। তবে আমি যতদূর জানি এসব মালামাল নিলামে বিক্রির প্রক্রিয়াধীন রয়েছে। এব্যাপারে বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান এনডিসি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেবেন বলে জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status