বাংলারজমিন

বিয়ানীবাজারে মাইক্রোচালককে প্রতিপক্ষের ছুরিকাঘাত

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

২২ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ৮:৫৫ পূর্বাহ্ন

বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণবাজারে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে গতকাল দুপুরে এক মাইক্রোচালককে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় বিবদমান দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা যায়, সম্প্রতি সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের স্থানীয় উপ-কমিটির সাধারণ সম্পাদকসহ তিনটি পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের জেলা পর্যায়ের এক প্রভাবশালী নেতার আশীর্বাদ প্রাপ্ত দুই প্রার্থী পরাজিত হন। নিজের পছন্দের প্রার্থী পরাজিত হওয়ায় নতুন বিজয়ী শ্রমিক নেতাদের শপথ অনুষ্ঠান নানা কারণে পিছিয়ে দেয়া হচ্ছে। এর জের ধরে স্থানীয় শ্রমিকদের মধ্যে উত্তেজনা রয়েছে।
স্থানীয় উপ-কমিটির সভাপতি বিলাল উদ্দিন জানান, সংগঠনের সদস্য বাবলু আহমদ (৩৪) এর কাছে গাড়ি ভর্তি নিয়ে অপর পক্ষের কয়েকজন টাকা-পয়সা দাবি করে। কিন্তু বাবলু টাকা দিতে অপারগতা জানালে পরিকল্পিতভাবে তার উপর হামলা চালানো হয়। এ ঘটনায় বাবলু আহমদ বাদী হয়ে বিয়ানীবাজার থানায় ফরহাদ (২৫), আব্দুল হক (৪০), আব্দুল হান্নান (৩৫), মানিক (৩৮), সোহেল (২৮) ও আতিক (৩৫) এর নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবণী শংকর কর জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। পুলিশ আইনানুযায়ী ব্যবস্থা নিবে।  

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status