এক্সক্লুসিভ

বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৩ লাখ ১৭ হাজার কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার

২২ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ৮:৩৭ পূর্বাহ্ন

আমদানিতে ধীরগতির পরও বড় বাণিজ্য ঘাটতি নিয়ে শেষ হয়েছে ২০১৮-১৯ অর্থবছর। গত অর্থবছরে পণ্য বাণিজ্যে সামগ্রিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৯৪ মিলিয়ন ডলার বা ১৩ লাখ ১৬ হাজার ৯৯০ কোটি টাকা (১ ডলার = ৮৫ টাকা)। বাংলাদেশ ব্যাংক বৈদেশিক বাণিজ্যের লেনদেনের এ তথ্য প্রকাশ করেছে। ধারাবাহিকভাবে রপ্তানি আয় বাড়লেও তার চেয়ে দ্রুত বাড়ছে আমদানি। সে কারণে থেকে যাচ্ছে বাণিজ্য ঘাটতি। বিশ্লেষকদের মতে পদ্মা সেতু, মেট্টোরেলসহ বিভিন্ন বড় প্রকল্পের সরঞ্জাম আমদানির কারণে এ খাতে ব্যয় বাড়ছে। তবে আগের অর্থবছরের তুলনায় বাণিজ্য ঘাটতি এবার কমে এসেছে। তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরের চেয়ে ১৭.৩৩ শতাংশ বাণিজ্য ঘাটতি কমেছে এবছর। তবে তার আগের ২০১৬-১৭ অর্থবছরের চেয়ে ৬৩.৫৮ শতাংশ বেশি। ২০১৮-১৯ অর্থবছরের ৫ হাজার ৫৪৩ কোটি ৯০ লাখ (৫৫.৪৪ বিলিয়ন) ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ। একই সময়ে রপ্তানি থেকে আয় হয়েছে ৩ হাজার ৯৯৪ কোটি ৫০ লাখ (৩৯.৯৪ বিলিয়ন) ডলার। এ হিসাবে পণ্য বাণিজ্যে সার্বিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫৪৯ কোটি ৪০ লাখ ডলার। অন্যদিকে, সেবা বাণিজ্যের ঘাটতি দাঁড়িয়েছে ৩৭১ কোটি ৫০ লাখ ডলার। ২০১৭-১৮ অর্থবছরে ঘাটতি ছিল ৪২০ কোটি ডলার। গত অর্থবছরের সবমিলিয়ে ৪৫০ কোটি ১০ লাখ ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাংলাদেশে এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৩২৯ কোটি ডলার। এ হিসাবে গত অর্থবছরে এফডিআই প্রবাহ বেড়েছে ৩৬.৮১ শতাংশ। ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশে নিট এফডিআই এসেছে ২৫৪ কোটি ডলার। আগের বছরে এসেছিল ২৭৭ কোটি ডলার। এ হিসাবে নিট এফডিআই বেড়েছে ৪২.৮৬ শতাংশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status