এক্সক্লুসিভ

জুলাইয়ে রপ্তানি আয় ৩৮৮ কোটি ডলার

অর্থনৈতিক রিপোর্টার

২২ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ৮:১৬ পূর্বাহ্ন

চলতি অর্থবছরের (২০১৯-২০) প্রথম মাসে (জুলাই) ৩৮৮ কোটি ৭৮ লাখ ৬ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৮.৫৫ শতাংশ বেশি এবং চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে ১.৫৯ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। অর্থবছরটিতে এবার পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৫৫০ কোটি ডলার। সর্বশেষ ২০১৮-১৯ অর্থবছরে দেশে রপ্তানি আয় এসেছে ৪ হাজার ৫৩ কোটি ৫০ লাখ ৪ হাজার ডলার।
ইপিবি’র তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম মাসে জুলাইয়ে রপ্তানি আয় এসেছে ৩৮৮ কোটি ৭৮ লাখ ৬ হাজার ডলার। এর আগে ২০১৮-১৯ অর্থবছরের পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ৩৫৮ কোটি ১৪ লাখ ৮ হাজার ডলার। সে হিসেবে অর্থবছরের প্রথম মাসে রপ্তানি প্রবৃদ্ধি ৮.৫৫ শতাংশ। তথ্যমতে, দেশের রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। এর উপর ভর করেই রপ্তানি আয়ের বড় প্রবৃদ্ধি অর্জিত হয়। খাতটি থেকে সর্বশেষ অর্থবছরে ৩ হাজার ৪১৩ কোটি ৩২ লাখ ডলারের রপ্তানি আয় এসেছিল। ২০১৯-২০ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে খাতটি থেকে আয় হয়েছে ৩৩১ কোটি ৪ লাখ ডলার। এবার এ খাতের প্রবৃদ্ধি ৯.৭ শতাংশ।
অন্যদিকে, পোশাকে লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ৩.৩ শতাংশ। পোশাক পণ্যের মধ্যে জুলাই মাসে নিটওয়্যারে রপ্তানি আয় ১৬৭ কোটি ৮১ লাখ ৬ হাজার ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৯.৮৯ শতাংশ বেশি। মাসটিতে ওভেন পোশাক রপ্তানিতে আয় হয়েছে ১৬৩ কোটি ২৩ লাখ ২ হাজার ডলার। যা আগের অর্থবছরের চেয়ে ৯.৫১ শতাংশ বেশি। ইপিবি জানায়, চামড়া রপ্তানিতে চলতি অর্থবছরের জুলাইয়ে ১৬ .৩৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। খাতটি থেকে আয় হয়েছে ১০ কোটি ৬১ লাখ ডলার। লক্ষ্যমাত্রার তুলনায় আয় বেড়েছে ১৫.৪১ শতাংশ। যদিও গত অর্থবছরে চামড়া রপ্তানিতে আয় ও লক্ষ্যমাত্রা কোনটিই অর্জন হয়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status