বিনোদন

আর হবে না স্পাইডারম্যান

বিনোদন ডেস্ক

২১ আগস্ট ২০১৯, বুধবার, ৫:৩৭ পূর্বাহ্ন

স্পাইডারম্যান ভক্তদের জন্য এক হৃদয়ভাঙা দুঃসংবাদ। স্পাইডি ছবির প্রশ্নে মার্ভেল স্টুডিওস এবং সনি এন্টারটেইনমেন্ট আলাদা হয়ে যাচ্ছে। আর হবে না ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ (২০১৬), ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ (২০১৭), ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ (২০১৮), ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ (২০১৯) বা ‘স্পাইডারম্যান ফার ফ্রম হোম’এর (২০১৯) মতো চলচ্চিত্র। মার্ভেল স্টুডিও আর সনি এন্টারটেইনমেন্ট নাকি একে অপরের প্রস্তাবে অসম্মতি জানিয়েছে। তারা কোন চুক্তিতে সম্মত হতে পারেনি। সমস্যা হয়েছে বিশ্বের সর্বোচ্চ অর্থ উপার্জনকারী চলচ্চিত্রগুলোর লাভের ভাগাভাগি নিয়ে। মার্কিন মিডিয়া ওয়েবসাইট সিএনইটি জানিয়েছে, স্পাইডারম্যানের ছবিতে কেভিন ফাইগি অর্থ লগ্নি করুক, ডিজনির নাকি সেটি পছন্দ নয়। সিএনইটি কে নাকি সনি এন্টারটেইনমেন্টের এক সূত্র এ তথ্য জানিয়েছে। ওই মুখপাত্র বলেছেন, ডিজনি চাইছে না স্পাইডার-ম্যান ফ্রাঞ্চাইজির কোনো ছবির অন্যতম প্রযোজক হিসেবে নাম থাকুক কেভিন ফাইগির। আমরা হতাশ হয়েছি। তবে ডিজনির এ সিদ্ধান্তকে আমরা সম্মান করি। তাই হয়তো মার্ভেল স্টুডিওর প্রেসিডেন্ট ও বিশ্বের সর্বোচ্চ অর্থ উপার্জনকারী চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’এর প্রযোজক কেভিন ফাইগি আর কোনো স্পাইডি ছবিতে বিনিয়োগ করতে পারবেন না। তবে একাধিক সূত্র বলেছে, এখনো তাদের ভেতর দরকষাকষি চলছে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অসংখ্য ছবির প্রধান প্রযোজক কেভিন ফাইগি। তাই সেই ছবির সাফল্যের একটা বড় অংশের ভাগিদার তিনি। কিন্তু স্পাইডারম্যানকে নিয়ে নির্মিত ছবির কৃতিত্বের ভাগ আর তার সঙ্গে শেয়ার করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ডিজনি। তাই স্পাইডারম্যান আর ডেডপুলকে একসঙ্গে পর্দা ভাগ করতে দেখার সৌভাগ্য আর হবে না ভক্তদের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status