দেশ বিদেশ

অবশেষে গঠিত হলো কর্ণাটক সরকার, ১৭ মন্ত্রীর শপথ গ্রহণ

মানবজমিন ডেস্ক

২১ আগস্ট ২০১৯, বুধবার, ৮:৫৯ পূর্বাহ্ন

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে তিন সপ্তাহ আগেই শপথ নিয়েছিলেন বিএস ইয়েদুরাপ্পা। কিন্তু মন্ত্রিসভা ছিল এক সদস্যের। কার্যত একাই সরকার পরিচালনা করছিলেন তিনি। অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ হলো। মঙ্গলবার পূর্ণ সরকার গঠিত হলো ভারতীয় অঙ্গরাজ্যটিতে। এদিন শপথ নিয়েছেন ১৭ বিধায়ক। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার কর্ণাটকের রাজভবনে ১৭ মন্ত্রীকে শপথ পাঠ করান রাজ্যপাল বাজুভাই বালা।
রাজ্যটিতে কংগ্রেস ও জেডিএস জোট সরকারের পতনের পর আস্থা ভোটে নিজেদের শক্তি প্রমাণ করতে সক্ষম হয়েছিল বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথও নেন ইয়েদুরাপ্পা। কিন্তু, মন্ত্রিসভা গঠন নিয়ে কেন্দ্রের নেতৃত্বের নির্দেশের অপেক্ষাতেই ছিল রাজ্য সরকার। সোমবার এক বক্তব্যে ইয়েদুরাপ্পা বলেন, আমি অমিত ভাইয়ের (বিজেপি সভাপতি) থেকে চূড়ান্ত তালিকা পেতে চলেছি। আগামীকালই মন্ত্রিসভা সমপ্রসারণ করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status