খেলা

টেস্ট ও টি-টোয়েন্টি দল ঘোষণা আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক

২১ আগস্ট ২০১৯, বুধবার, ৮:৫৭ পূর্বাহ্ন

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ৫ই সেপ্টেম্বর চট্টগ্রামে একমাত্র টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে অধিনায়ক রশিদ খানের দল। আফগান টেস্ট স্কোয়াডে প্রথমবারের মত ডাক পেয়েছেন পেসার শাপুর জাদরান। সদ্য নিষিদ্ধ হওয়া উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদের পরিবর্তে নেয়া হয়েছে ইকরাম আলী খিলকে। তবে টি-টোয়েন্টিতে উইকেট-কিপিং করবেন রহমতুল্লাহ গুরবাজ। রশিদ খান, মোহাম্মদ নবী এবং আজগর আফগান দুই স্কোয়াডেই জায়গা পেয়েছেন।
১৩ই সেপ্টেম্বর থেকে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশের সঙ্গে এই সিরিজে আফগানিস্তানের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। গ্রুপ পর্বে মোট ৪টি করে ম্যাচ খেলবে প্রত্যেক দল। ২৪শে সেপ্টেম্বর শীর্ষ পয়েন্টধারী দুই দল মুখোমুখি হবে ফাইনালে।
আফগানিস্তানের টেস্ট দল: রশিদ খান (অধিনায়ক), আসগর আফগান, মোহাম্মদ নবী, ইহসানুল্লাহ জানাত, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি, ইকরাম আলী খিল, জহির খান, জাবেদ আহমেদি, আহমদ শিরজাদ, ইয়ামিন আহমাদজাই, আফছার জাজাই, শাপুর জাদরান, কাইস আহমদ।
আফগানিস্তানের টি-টোয়েন্টি দল: রশিদ খান (অধিনায়ক), আসগর আফগান, মোহাম্মদ নবী, হযরতুল্লাহ জাজাই, নাজিব তারাকাই, মুজিব উর রহমান, শরাফউদ্দিন আশরাফ, নাজিব জাদরান, শহিদুল্লাহ কামাল, করিম জানাত, গুলবাদিন নায়েব, ফরিদ আহমদ মালিক, শফিকুল্লাহ শাফাক, ফজল নিয়াজাই, দৌলত জাদরান, নবীন উল হক, রহমতুল্লাহ গুরবাজ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status