দেশ বিদেশ

পররাষ্ট্র ক্যাডারে ১১ অতিরিক্ত সচিবের পদ বাড়লো

বিশেষ প্রতিনিধি

২১ আগস্ট ২০১৯, বুধবার, ৮:৫০ পূর্বাহ্ন

পররাষ্ট্র ক্যাডারের ১১টি অতিরিক্ত সচিবের পদ বাড়িয়েছে সরকার। বর্তমানে পররাষ্ট্র ক্যাডারে অতিরিক্ত সচিবের পদ সংখ্যা ১৬টি। নতুন পদ সৃষ্টির কারণে সব মিলিয়ে অতিরিক্ত সচিবের পদ সংখ্যা দাঁড়ালো ২৭ টি। এরই মধ্যে নতুন ১১টি পদ সৃষ্টির প্রস্তাবে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহসাই পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন পদ সৃষ্টি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে। এর পরই বিষয়টি অর্থ মন্ত্রণালয়ে যাবে। অর্থ মন্ত্রণালয়ে পৃষ্ঠাঙ্কন সংক্রান্ত কাজ শেষ হলে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)- এ প্রস্তাব পাঠাবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মানবজমিনকে বলেন, তিন মাসের মধ্যে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির কাজ শেষ হতে পারে। এর প্রাথমিক প্রক্রিয়া সবেমাত্র শুরু হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি অ্যাম্বাসেডররা পারিপার্শ্বিক অবস্থার কারনে তাদের পদ আপগ্রেড করার দাবি তোলেন। এজন্য নতুন করে ১১ টি অতিরিক্ত সচিবের পদ বাড়ানো হয়েছে। অতিরিক্ত সচিব পদ বাড়ানো হলেও যুগ্ম-সচিব পদমর্যাদার মহাপরিচালক পদ ১১ টি কমানো হয়েছে। বর্তমানে এ পদ সংখ্যা ৭০ টি। তাই ৫৯ টি পদ ডিজি বা যুগ্মসচিব কর্মকর্তা নিয়োগ দেয়া যাবে। ডিজি পদ কমলেও খুশি পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তারা। তারা বলছেন, উপরের দিকে এত দিন পদ কম ছিল। এখন বেশি হারে কর্মকর্তা পদোন্নতি পাবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status