বিনোদন

আরো তিন দেশে ‘ইতি, তোমারই ঢাকা’

স্টাফ রিপোর্টার

২০ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ২:৫৭ পূর্বাহ্ন

একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি,  তোমারই ঢাকা’। এবার ‘ইতি, তোমারই ঢাকা’ যাচ্ছে আরো তিন দেশের তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সর্বশেষ গেল জুলাইয়ে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় চলচ্চিত্রটি। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ইতি, তোমারই ঢাকা’ চলতি মাসেই সিঙ্গাপুর, ভারত ও রাশিয়ায় অনুষ্ঠিতব্য তিনটি উৎসবে নির্বাচিত হয়েছে। বিষয়টি জানিয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম-এর কনসালটেন্ট (ফিল্ম) ও এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর আবু শাহেদ ইমন। তিনি জানান, ‘ইতি, তোমারই ঢাকা’ বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র। দেশে মুক্তির আগে আমরা চেয়েছিলাম সমসাময়িক বিশ্বের ছবিগুলোর সাথে এটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক। এখন পর্যন্ত এটি বিশ্বের অন্তত ১৫টি চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। চলতি মাসে বিশ্বের তিনটি দেশের চলচ্চিত্র উৎসবেও মনোনীত হয়েছে চলচ্চিত্রটি। ইমন জানান, ২১ শে আগস্ট  থেকে ভারতের শিলিগুড়িতে শুরু হচ্ছে ‘ গ্লোবাল সিনেমা ফেস্টিভাল’, আর সেখানে দেখানো হবে ‘ইতি, তোমারই ঢাকা’। ২৩ শে আগস্ট থেকে রাশিয়ায় অবস্থিত পৃথিবীর শেষ সীমান্ত হিসেবে পরিচিত সাখালিন শহরে বসছে ১০ম সাখালিন ফিল্ম ফেস্টিভাল। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের ছবির সাথে দেখানো হবে ‘ইতি, তোমারই ঢাকা’, এবং ৩০শে আগস্ট থেকে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য সিঙ্গাপুর সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালেও দেখানো হবো ছবিটি। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ‘ইতি, তোমারই ঢাকা’ দেখানোর পাশাপাশি বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তির পরিকল্পনা করছেন জানিয়ে ‘ইতি, তোমারই ঢাকা’র এই ক্রিয়েটিভ ডিরেক্টর জানান, শিগগিরই আমরা ছবিটি সেন্সরে জমা দিবো। আশা করছি আগামী অক্টোবরের দিকে বড়পর্দায় ছবিটি মুক্তি পেতে পারে। প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৩তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ারের মধ্য দিয়ে শুরু হয়েছিলো ‘ইতি, তোমারই ঢাকা’র যাত্রা। এরপর ইন্দোনিশিয়া, রাশিয়া, কম্বোডিয়া, কানাডা, ইংল্যান্ড, সাউথ আফ্রিকাসহ ভারতের মুম্বাই, পুনে, জয়পুর, চেন্নাইয়ে বেশকিছু চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ‘ইতি, তোমারই ঢাকা’। সাম্প্রতিক ঢাকার চিত্র নিয়ে ১১ তরুণ নির্মাতা তৈরি করেছেন ‘ইতি, তোমারই ঢাকা’। তারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status