বাংলারজমিন

ব্রাহ্মণবাড়িয়া থেকে সেই এসিল্যান্ডের বিদায়

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

২০ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ৮:২৭ পূর্বাহ্ন

সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকদের ওপর হামলার অভিযোগে আলোচিত সহকারী কমিশনার-ভূমি (এসিল্যান্ড) মো. কামরুজ্জামান বিজয় অবশেষে ব্রাহ্মণবাড়িয়া থেকে অন্যত্র বদলি হয়েছেন। তাকে নোয়াখালীর বেগমগঞ্জে বদলি করা হয়েছে। তবে প্রথমে চাঁদপুরের হাইমচরে তার বদলির আদেশ হয়েছিল বলে জানা যায়। মো. কামরুজ্জামান এ বছরের ৩রা মার্চ ব্রাহ্মণবাড়িয়া সদরের এসিল্যান্ড হিসেবে যোগ দেন। এরপর ৩১শে মার্চ অনুষ্ঠিত সদর উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। নির্বাচনের পর বিভাগীয় কমিশনারসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে তারও অপসারণ দাবিতে শহরের প্রধান সড়কে বিক্ষোভ করে ছাত্রলীগ। এর ৪ মাস পর ৮ই আগস্ট বদলি হন এই কর্মকর্তা। এর আগে ২৭শে জুলাই জেলা আওয়ামী লীগের সভায় কামরুজ্জামানসহ ওই নির্বাচনে প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু এ প্রসঙ্গে বলেন, ভোটের দিন তাদের ন্যক্কারজনক আচরণ ভুলে যাওয়ার মতো নয়। তিনি কামরুজ্জামানের বিষয়ে বলেন, নির্বাচনের কয়েক দিন আগে ফেনীতে ফুটবল খেলার টিম নিয়ে গেলে বিভাগীয় কমিশনার আবদুল মান্নান কামরুজ্জামানের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেন। কামরুজ্জামান তার ভাতিজা এই পরিচয় দিয়ে তাকে দেখে রাখার জন্য বলেন মন্টুকে। কিন্তু এর ক’দিন পরই অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে একটি কেন্দ্রে কামরুজ্জামান তাকে লাঞ্ছিত করেন। ভোটের দিন জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেলের মোড়াইলের বাসায় দুপুর ১২টা নাগাদ বিজিবি’র একটি দল নিয়ে চড়াও হন সহকারী কমিশনার-ভূমি মো. কামরুজ্জামান। পৌর সুপার মার্কেট, কুমারশীল মোড়, পৌর কমিউনিটি সেন্টার, মুন্সেফপাড়াসহ সর্বত্র ভোটের দিন তার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে মারধর করে বলে অভিযোগ ওঠে। ভোটের পরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ সমর্থকদের ওপর আইনশৃঙ্খলাবাহিনী নিয়ে তার চড়াও হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status