অনলাইন

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ১৭ ডেঙ্গু রোগী, রামেকে এক নারীর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

১৯ আগস্ট ২০১৯, সোমবার, ১১:০৯ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় এ পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৪১৪ জন। এরমধ্যে বর্তমানে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন ৬০ জন রোগী। আর গতকাল সকাল ১০টা থেকে আজ সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে শিশুসহ ১৭ জন। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. রওশন আরা জানান, প্রতিদিনই ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে কুষ্টিয়ার হাসপাতালে। তবে তারা সবাই শঙ্কামুক্ত ও নিরাপদে আছেন।

এদিকে, জেলার দৌলতপুর উপজেলার সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী চালন বেগম (৩৫) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।  চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজ সকালে তিনি মারা যান। স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন চালন বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত চালন বেগম ঢাকায় গার্মেন্টেসে কর্মরত ছিলেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে ঈদে বাড়ি আসার পর অবস্থার অবনতি হলে গত ১৭ই আগস্ট তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status