বিনোদন

প্রতি মাসে শাফিন আহমেদ

স্টাফ রিপোর্টার

১৮ আগস্ট ২০১৯, রবিবার, ৫:৪২ পূর্বাহ্ন

ব্যান্ডের অ্যালবাম এখন তেমন বের হয় না। সিনিয়র শিল্পীরাও এখন নতুন গান প্রকাশে তেমন সক্রিয় নন। কিন্তু ব্যতিক্রম মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ। প্রতি মাসেই নতুন নতুন গান করছেন। প্রকাশ করছেন ইউটিউবসহ নানা ডিজিটাল মাধ্যমে। গান গাওয়া, সুর করার পাশাপাশি লিখছেনও শাফিন আহমেদ। ক্রমেই গীতিকার হয়ে উঠছেন তিনি। শিল্পী জানালেন, প্রতি মাসেই  শ্রোতাদের নতুন গান উপহার দেওয়ার পরিকল্পনা আছে তার। এ মাসে তার তিনটি নতুন গান প্রকাশিত হয়েছে। ‘এই পথ চলা’, ‘কে তুমি’ এবং ‘বাতাসে কার কণ্ঠ’। এর মধ্যে ‘এই পথ চলা’ও ‘কে তুমি’ গান দুটির লেখা ও সুর করা তার নিজের। শুধু তা-ই নয়, নিজের রেকর্ডিং, নিজের মিক্সড, মাস্টারিং এবং নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ডাবল বেজ’ থেকে গানগুলো প্রকাশ করা হয়েছে। ‘বাতাসে কার কণ্ঠ’ গানটি লিখেছেন স্যামুয়েল হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মেহেদি। ভিডিও নির্মাণ করেছেন রম্য খান। এর আগে মে মাসে নজরুলজয়ন্তীতে তিনি প্রকাশ করেছেন নজরুলসংগীত ‘তোমারই আঁখির মতো আকাশের দুটি তারা’। কাজী নজরুল ইসলামের লেখা গানটি সুর করেছেন শাফিন আহমেদের বাবা কমল দাশ গুপ্ত। এরপর ২০ জুলাই বাবার  মৃত্যুবার্ষিকীতে নজরুলসংগীত ‘আমি চাঁদ নহি অভিশাপ’ গানটি প্রকাশ করেন। পাশাপাশি আরও দুটি গান ‘ভালোবাসার জানালায়’ ও ‘বলাতো হলো না’। গত ১০ মাসে ৯টি নতুন গান প্রকাশ করেছেন তিনি। শাফিন আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরেই মাইলসের ব্যস্ততার পাশাপাশি একক উদ্যোগে নিয়মিত গান করি। অতীতে আমার কয়েকটি অ্যালবাম বাজারে এসেছে। আসলে মনের মতো গান পাই না বলে নিয়মিত গান করা হয় না। সম্প্রতি যে গানগুলো করেছি, সেগুলো সময় এবং যতœ নিয়েই করেছি। আমার বিশ্বাস, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status