অনলাইন

ঢামেকে স্টাফদের মধ্যে সংঘর্ষ, আহত ২৫

অনলাইন ডেস্ক

১৮ আগস্ট ২০১৯, রবিবার, ১:৪৯ পূর্বাহ্ন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্টাফদের দু’টি গ্রুপে মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত: ২৫ জন আহত হয়েছেন। আজ সকালে ব্রাদার্স ও প্যাথলজিস্টদের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ হয়। হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় প্যাথলজি বিভাগ থেকে রিপোর্ট সংগ্রহ করার ইস্যুতে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাসপাতালের চারজন ব্রাদার সিভিল পোশাকে আজ রোববার সকালে প্যাথলজি বিভাগে যান। তারা একজন রোগীর রিপোর্ট তাড়াতাড়ি দেয়ার জন্য সুপারিশ করেন। প্যাথলজি বিভাগ থেকে জানানো হয়, রিপোর্ট দিতে দেরি হবে। রোগীর চাপ আছে, অপেক্ষা করতে হবে।

ওই চারজন জানান, তারা হাসপাতালের ব্রাদার। সুতরাং তাড়াতাড়ি রিপোর্টটা দিলে সুবিধা হয়। এর একপর্যায়ে প্যাথলজিস্ট ও ব্রাদারদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ খবর পেয়ে সেখানে আসেন প্যাথলজি বিভাগের প্রধান ডা. আবদুল আজিজ খান। সেখানে আবদুল আজিজ খান ও সিনিয়র একজন প্যাথলজিস্ট ব্রাদারদের তোপের মুখে পড়েন। এরপর ব্রাদাররা চলে আসেন।

ওই সময়ে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও কিছুক্ষণ পর হাসপাতালের ব্রাদাররা মিছিল নিয়ে প্যাথলজি বিভাগে যান। প্যাথলজিস্টরা সংঘবদ্ধ হয়ে ব্রাদারদের প্রতিহত করার চেষ্টা করলে সেখানে আবারও সংঘর্ষ শুরু হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status