বিনোদন

এবারের ঈদও কাটলো হাসপাতালে

স্টাফ রিপোর্টার

১৮ আগস্ট ২০১৯, রবিবার, ৮:৪৪ পূর্বাহ্ন

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আছেন। গত রোজার ঈদের মতো এবারের কোরবানি ঈদও হাসপাতালে কাটলো তার। গতকাল বিকালে মানবজমিনকে এমনটাই জানালেন তার মেয়ে কোয়েল। তিনি বলেন, বাবার দুই ঈদই কাটলো হাসপাতালে। রোজার ঈদের মতো কোরবানি ঈদেও আমি বাবার সঙ্গে ছিলাম। তবে বাবা আগের চেয়ে এখন অনেক ভালো আছেন। গত ৬ই আগস্ট তার একটা অপারেশন হয়েছে। কর্তব্যরত ডাক্তার অপারেশনটি বেশ সফলভাবে করেছেন। গত ১১ই আগস্ট তাকে আইসিইউ থেকে ভিআইপি কেবিনে নেয়া হয়েছে। বর্তমানে ড্রেসিং করা অবস্থায় বিশ্রামে রয়েছেন বাবা। আরো কিছুদিন হাসপাতালেই থাকতে হবে তাকে। আশা করি, শিগগিরই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। অধ্যাপক ড.আতিকুর রহমানের তত্ত্বাবধানে এখন ভিআইপি ফ্লোরের দ্বিতীয় তলায় আছেন এটিএম শামসুজ্জামান। উল্লেখ্য, গত ২৬শে এপ্রিল বাসায় অসুস্থ হয়ে পড়েন এটিএম শামসুজ্জামান। সেদিন খুব শ্বাসকষ্ট হচ্ছিল তার। রাতে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অনেকদিন চিকিৎসা শেষে গত ১৫ই জুন বিএসএমএমইউতে আনা হয় চলচ্চিত্রের এই গুণী অভিনেতাকে। এটিএম শামসুজ্জামান ১৯৪১ সালের ১০ই সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন ঢাকার পোগোজ স্কুল, কলেজিয়েট স্কুল ও রাজশাহীর লোকনাথ হাইস্কুলে। অভিনয় দিয়ে বাংলা সিনেমা ও নাটকে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি। অভিনয়ের জন্য বেশ কয়েকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া তিনি একুশে পদকও পেয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status