বিশ্বজমিন

কাশ্মীর ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠককে স্বাগত জানিয়েছেন ইমরান খান

মানবজমিন ডেস্ক

১৮ আগস্ট ২০১৯, রবিবার, ৮:২৪ পূর্বাহ্ন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যুতে হওয়া জরুরি বৈঠককে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৈঠকের একদিন পর শনিবার এ নিয়ে টুইট করেছেন তিনি। এতে তিনি বলেন, গত ৫ দশকের মধ্যে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের কূটনীতিকরা কাশ্মীর ও সেখানকার গুরুতর অবস্থা নিয়ে আলোচনা করেছেন। ইমরান খান জানান, কাশ্মীরের মানুষের নিজেদের স্বায়ত্তশাসনের পক্ষে নিরাপত্তা পরিষদের ১১টি রেজ্যুলেশন আছে। এই আলোচনার মধ্য দিয়ে কাশ্মীরের মানুষের এই অধিকারকে পুনরায় দৃঢ়ভাবে স্বীকার করে নিলো নিরাপত্তা পরিষদ। একইসঙ্গে পাক প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীরি জনগণের দুর্দশা কমানো ও এই রেজ্যুলেশনের বাস্তবায়নের দায়িত্ব নিরাপত্তা পরিষদেরই। এর সদস্যরা কাশ্মীরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বলেও উল্লেখ করেছেন তিনি।
এদিকে, কাশ্মীর ইস্যুতে কথা বলতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রামপকে টেলিফোন করেছেন ইমরান খান। এ সময় ভারত-পাকিস্তানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ট্রামপ। শুক্রবার হওয়া ওই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে  হোয়াইট হাউস। জম্মু ও কাশ্মীরকে দেয়া বিশেষ মর্যাদা বিলুপ্ত করার মধ্য দিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। এ নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছিল যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status