অনলাইন

মানুষ কবে পাবে নিরাপদ জীবনের অধিকার: ড. কামাল

অনলাইন ডেস্ক

১৭ আগস্ট ২০১৯, শনিবার, ৮:০৯ পূর্বাহ্ন

বস্তিতে অগ্নিকাণ্ডে মর্মাহত ড. কামাল হোসেন বলেছেন, একটার পর একটা অগ্নিকা- আর কত দেখতে হবে। মানুষ কবে পাবে নিরাপদে জীবন যাপনের অধিকার?

আজ রূপনগরের চলন্তিকা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্থ মানুষদের সান্তনা দিতে গিয়ে প্রবীণ এ রাজনীতিক এসব কথা বলেন। তিনি বলেন, লক্ষ লক্ষ মানুষ খোলা আকাশের নিচে অর্ধাহারে, অনাহারে, বস্ত্রহীন, আশ্রয়হীন অশ্রুসিক্ত নয়নে, ডেঙ্গু আক্রান্ত শহরে দিনাতিপাত করছে।

ড. কামাল বস্তিবাসীদের উদ্দেশে বলেন, আমি অত্যন্ত মর্মাহত, মহান আল্লাহতায়ালা আপনাদের সহ্য করার তৌফিক দিক।

এ সময় ড. রেজা কিবরিয়া বলেন, প্রত্যেক মানুষের নিরাপদে বাঁচার অধিকার আছে। দায়িত্বজ্ঞানহীন ও ক্ষমতা দখলকারীরা মানবতাবোধ নিয়ে এতখানি উদাসীন, একদিন তাদের জাতির মুখোমুখি হতে হবে। মানুষ নিরাপদে শান্তিতে থাকতে চায়, লুটপাট আর দখলদারি চায় না।

গণফোরাম নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ ও সুব্রত চৌধুরী, সভাপতি পরিষদ সদস্য  মোকাব্বির খান, জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status