খেলা

২০২৩ বিশ্বকাপ খেলতে হলে যা করতে হবে

স্পোর্টস ডেস্ক

১৬ আগস্ট ২০১৯, শুক্রবার, ৯:০৪ পূর্বাহ্ন

২০১৯ বিশ্বকাপের রেশ শেষ না হতেই ভাবনায় চলে আসছে ২০২৩ বিশ্বকাপ। বিশ্বকাপ চার বছর পর, তবে ‘বাছাইপর্ব’ শুরু হয়ে গেছে এখনই। এ বিশ্বকাপও হবে ১০ দলেরই। গত বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গী হয়েছিল একটি নির্দিষ্ট সময়ে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা অন্য সাতটি দল। এবার আর র‌্যাঙ্কিংয়ের হিসেব নেই। ২০২৩ বিশ্বকাপ খেলতে হলে তাই আরও কঠিন পথ পাড়ি দিতে হবে বাংলাদেশকে।
২০২৩ খেলার যোগ্যতা অর্জন করতে হলে কী করতে হবে, সেটি তো আগে জানতে হবে। গতকাল স্কটল্যান্ডের এবারডিনে শুরু হয়েছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ (সিডব্লিউসি) লীগ ট্যুর প্রথম সিরিজ। এর মাধ্যমেই শুরু হয়ে গেছে ২০২৩ বিশ্বকাপের পদযাত্রা। আগামী বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব হিসেবেই কাজ করবে সিডব্লিউসি লীগ টু। শুধু লীগ টু-ই নয়, আগামী বছর থেকে শুরু হতে যাওয়া সিডব্লিউসি ওডিআই সুপার লীগ এবং সিডব্লিউসি চ্যালেঞ্জ কাপও কাজ করবে বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব হিসেবে। এই তিন টুর্নামেন্টে খেলছে ভারতসহ ৩২টি দল। ২০২৩ বিশ্বকাপে ভারতের সঙ্গী হওয়ার স্বপ্ন দেখতে পারে অন্য ৩১টি দল। ২০২৩ বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে শুধু স্বাগতিক ভারত। ১০ দলের বিশ্বকাপে বাকি ৯টি বেছে নেয়ার কাজ করবে সিডব্লিউসির এই তিন টুর্নামেন্ট।
আগামী বছরের ১লা মে শুরু হতে যাওয়া ১৩ দলের ওডিআই সুপার লীগই কাজ করবে বাছাইপর্ব হিসেবে। টেস্ট খেলুড়ে ১২টি দলের সঙ্গে যে লীগে খেলবে হল্যান্ডও। প্রায় দুই বছরের ওই লীগের পয়েন্ট তালিকায় ভারত ছাড়াও অন্য সাতটি শীর্ষ দল সরাসরি চলে যাবে ২০২৩ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। তালিকার নিচের পাঁচ দলকে খেলতে হবে আরেকটি বাছাইপর্বে। বাংলাদেশ যদি সেরা আটে না থাকতে পারে তবে খেলতে এই বাছাইপর্ব। ১০ দলের যে বাছাইপর্বে থাকবে সিডব্লিউসি লীগ টু ও সিডব্লিউসি চ্যালেঞ্জ কাপ মিলিয়ে আরও পাঁচটি দল। এখান থেকেই চূড়ান্ত পর্বে যাবে দুটি দল।
সিডব্লিউসি ওডিআই সুপার লীগ
দল: ১২ টেস্ট খেলুড়ে+হল্যান্ড
ম্যাচ: প্রতি দলের ২৪টি
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো এখানেও সবাই সবার বিপক্ষে খেলবে না। দলগুলো দুই বছরে ঘরের মাঠে চারটি ও প্রতিপক্ষের মাঠে চারটি ওয়ানডে সিরিজ খেলবে। প্রতিটি সিরিজই তিন ম্যাচের হবে। সুপার লীগ শেষে ভারত ও অন্য শীর্ষ সাত দল চলে যাবে ২০২৩ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। বাকি পাঁচ দল খেলবে আরেকটি বাছাইপর্ব। লীগের ১৩ নম্বর দল পরের চক্রে লীগ টুতে অবনমিতও হয়ে যেতে পারে।
সিডব্লিউসি লীগ টু

দল: ৭ (স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, নামিবিয়া, ওমান, পাপুয়া নিউগিনি ও যুক্তরাষ্ট্র)।
ম্যাচ: প্রতি দলের ৩৬টি ওয়ানডে।
আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১৪ থেকে ২০ নম্বর এই সাত দল আছে লীগ টুতে। আগামী আড়াই বছরে দলগুলো নয়টি ত্রিদেশীয় সিরিজ খেলবে। লীগ শেষে শীর্ষ তিন দল বাছাইপর্বে সরাসরি যোগ দেবে সুপার লীগ থেকে আসা পাঁচ দলের সঙ্গে। নিচের চার দলও আরেকটি সুযোগ পাবে বাছাইপর্বে যাওয়ার। চ্যালেঞ্জ লীগ থেকে আসা দুই দলের সঙ্গে প্লে-অফ খেলতে হবে তাদের।
সিডব্লিউসি চ্যালেঞ্জ লীগ ‘এ’ ও ‘বি’

দল: লীগ ‘এ’ (কানাডা, ডেনমার্ক, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর, ভানুয়াতু)।
লিগ ‘বি’ (বারমুডা, হংকং, ইতালি, জার্সি, কেনিয়া, উগান্ডা)।
ম্যাচ: প্রতি দলের ১৫টি লিস্ট ‘এ’ ম্যাচ।
২০১৯, ২০২০ ও ২০২১এই তিন বছরে দুই গ্রুপে ভাগ হয়ে তিনটি সিঙ্গেল লীগ টুর্নামেন্ট খেলবে ওয়ার্ল্ড ক্রিকেটে লীগের ২১ থেকে ৩২তম ১২ দল। দুই গ্রুপের শীর্ষ দুই দলই শুধু সুযোগ পাবে লীগ টুর নিচের চার দলের সঙ্গে প্লে-অফ খেলার।
২০২২ সিডব্লিউসি কোয়ালিফায়ার প্লে-অফ
দল: লীগ টুর নিচের চার দল+চ্যালেঞ্জ লীগের দুই গ্রুপ সেরা দল।
ম্যাচ: প্রতিটি দল পাঁচটি ওয়ানডে।
শীর্ষ দুই দল সুযোগ পাবে বাছাইপর্বে। সব দলের ওয়ানডে মর্যাদা না থাকলেও প্রতিটি ম্যাচই পাবে ওয়ানডে স্বীকৃতি।
২০২২ সিডব্লিউসি কোয়ালিফায়ার

দল: সুপার লীগের শেষ পাঁচ দল+লীগ টুর শীর্ষ দুই দল+প্লে-অফের শীর্ষ দুই দল।
ম্যাচ: ঠিক হয়নি।
দলগুলো ঠিক কীভাবে খেলবে, এখনো ঠিক হয়নি। তবে শীর্ষ দুই দল যাবে ২০২৩ বিশ্বকাপে। সব কটি ম্যাচই পাবে ওয়ানডে স্বীকৃতি। এই টুর্নামেন্টে সুপার লীগের ১৩তম দল ও লীগ টুর চ্যাম্পিয়ন দলের মধ্যে যারা ওপরে থাকবে, তারাই ১৩তম দল হিসেবে ২০২৭ সুপার লীগে সুযোগ পাবে।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status