ভারত

ভারতের স্বাধীনতা দিবসে তেরঙ্গা উড়ালেন তসলিমা

কলকাতা প্রতিনিধি

১৫ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ২:২৮ পূর্বাহ্ন

২৫ বছর আগে বাংলাদেশ থেকে নির্বাসিত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে থেকেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তবে এখন তার ঠিকানা ভারত। দিল্লিতেই তার বসবাস। তবে নিরাপত্তার ঘেরাটোপে। স্বাভাবিকভাবেই ভারতকে তিনি নিজের ঘর বলে গ্রহণ করেছেন। তাই কিছুদিন আগে তার রেসিডেন্স পারমিটের মেয়াদ দীর্ঘ সময়ের জন্য না বাড়ানোয় হতাশ হয়েছিলেন। পরে অবশ্য তার আবেদনে তা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবসে তসলিমা উড়িয়েছেন ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা। ভারতবাসীকে জানিয়েছেন শুভেচ্ছা। আর সেই ছবি পোস্ট করে লিখেছেন, আজ ১৫ আগস্ট সকালে বাড়ির ছাদে পতাকা উড়ালাম। বৃটিশের অত্যাচার থেকে স্বাধীনতা পাওয়ার পতাকা। আমরা কি স্বাধীনতার মূল্য বুঝি? অধিকাংশই তো বুঝিনা। আমাদের শাসকেরা সেই শাসকদেরই অনুকরণ করেন, যাদের বিরুদ্ধে আমরা একসময় যুদ্ধ করেছিলাম। তারপরও স্বাধীনতার পতাকা উড়াও। শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে যে যার ঝান্ডা উড়াও। তবে দেশ থেকে বিতাড়নের যন্ত্রণা এখনও যে তাকে কুড়ে কুড়ে খায় তা মাঝে মাঝেই তার বক্তব্যে স্পষ্টভাবে ধরা পড়ে। কিছুদিন আগেই একটি পোস্টে তিনি লিখেছিলেন, ৮ আগস্ট, ১৯৯৪। আমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। আজ ৮ আগস্ট ২০১৯। মাঝখানে ২৫ বছর চলে গেছে। আমি এখনও দেশহীন, গৃহহীন। তবে ভারত এখন তার নতুন ঘর মেনে নিয়েই ভোলেননি জাতীয় পতাকা উড়াতে। বাড়ির ছাদেও উড়িয়েছেন ভারতের জাতীয় পতাকা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status