খেলা

দুশানবেতেই খেলবে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

১৫ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ৯:০৭ পূর্বাহ্ন

আগেই জানা গিয়েছিল, বাংলাদেশের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্ব মিশন শুরু হবে তাজিকিস্তানে। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতার। মঙ্গলবার এশিয়ান ফুটবল সংস্থা (এএফসি) আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। আগামী ১০ই সেপ্টেম্বর আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচটি অনুষ্ঠিত হবে দুশানবের সেন্ট্রাল স্টেডিয়ামে, যে মাঠে শেষ দুই ম্যাচে ১০ গোল হজম করেছে বাংলাদেশ। দুটি ম্যাচের প্রতিপক্ষই ছিল স্বাগতিক তাজিকিস্তান।
১০ই সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বাছাইপর্ব শুরু। নিজেদের মাঠে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন করতে না পারায় যেকোনো নিরপেক্ষ দেশে নিজেদের হোম ভেন্যু করে আফগানিস্তান। শুরুতে কাতারের রাজধানী দোহাকে হোম ভেন্যু হিসেবে পাওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে তারা। দ্বিতীয় দফায় আরব আমিরাতের রাজধানী দুবাইকে পাওয়ার আশাও সফল হয়নি। শেষ পর্যন্ত তাজিকিস্তানকে রাজি করাতে পেরেছে আফগানরা। এর আগে এশিয়ান কাপ বাছাইপর্বেও তাজিকিস্তান ছিল আফগানদের হোম ভেন্যু। আর রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে তাদের হোম ভেন্যু ছিল ইরান। দুশানবের সেন্ট্রাল স্টেডিয়াম আফগানিস্তানের জন্য সোনায় সোহাগা। এই মাঠে শেষ দুই ম্যাচে একটি জয়ের বিপরীতে অন্যটি ড্র। এশিয়ান কাপ বাছাইপর্বে ২-১ গোলে হারিয়েছে কম্বোডিয়াকে। জর্ডানের মতো শক্তিশালী দলের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে আফগানিস্তান। প্রতিপক্ষের জন্য যেখানে পয়া ভেন্যু, সেখানে বাংলাদেশ আছে ঠিক বিপরীত অবস্থানে। এই স্টেডিয়ামে নিজেদের শেষ দুই ম্যাচে ১০ গোল হজম করেছে বাংলাদেশ। দুটি ম্যাচের প্রতিপক্ষই ছিল স্বাগতিক তাজিকিস্তান। ২০১৫ সালে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে ৫-০ গোলের হারের পর ২০১৬ সালে এশিয়ান কাপের বাছাইয়েও একই ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
এদিকে গুরুত্বপূর্ণ ম্যাচের বাকি নেই এক মাসও। অথচ এখনো নিজেদের প্রস্তুতির সম্পর্কে চূড়ান্ত কিছু জানাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রাথমিক দলটাও খোলাসা করা হয়নি। তবে ইংল্যান্ড থেকে ২৭ জন খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করে প্রস্তুত থাকতে বলেছেন ইংলিশ কোচ জেমি ডে। তাদের জন্য অনুশীলন সূচিও পাঠিয়ে দিয়েছেন তিনি। লীগ শেষ করে খেলোয়াড়েরা এখন ঈদের ছুটিতে। তবে কোচের নির্দেশনা মানলে আজ থেকেই অনুশীলনের জন্য মাঠে নেমে পড়ার কথা ২৭ জন খেলোয়াড়ের। ইংল্যান্ড থেকে এমনটাই জানিয়েছেন জেমি, ‘আমি ২৭ জন খেলোয়াড়কে প্রস্তুত থাকতে বলেছি। তাদের জন্য অনুশীলন সূচি করে দিয়েছি। ১৪ তারিখ থেকে সূচি অনুযায়ী অনুশীলন করার কথা রয়েছে সে সকল খেলোয়াড়ের।’ জেমির ঢাকায় ফেরার কথা রয়েছে ১৮ আগস্ট। বিশ্বস্ত সূত্রমতে ২৬শে আগস্ট শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। অর্থাৎ লীগ শেষ করার প্রায় তিন সপ্তাহ বিরতি নিয়ে ক্যাম্পে যোগ দেবেন খেলোয়াড়েরা। এতে খেলোয়াড়দের কতটুকু প্রস্তুত পাওয়া যাবে, তা দেখার জন্য আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status