খেলা

চ্যাম্পিয়ন ভারতের কাশ্মীরি ক্রিকেটারের আনন্দ-বেদনা

স্পোর্টস ডেস্ক

১৫ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ৯:০৬ পূর্বাহ্ন

ইংল্যান্ডে ফিজিক্যাল ডিজঅ্যাবিলিটি ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। চ্যাম্পিয়ন দলের ব্যাটসম্যান ওয়াসিম ইকবাল উঠে এসেছেন কাশ্মীর থেকে। সেমিতে পাকিস্তানকে হারানোর পথে দুর্দান্ত ব্যাট করেন ওয়াসিম। কাশ্মীরে অস্থিরতা ও সহিংসতা চলায় ইংল্যান্ড থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি ওয়াসিম ইকবাল। এমনকি ঈদের দিনে শুভেচ্ছাটুকু পর্যন্ত জানাতে পারেননি।
ভারতের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের  ওপেনার ওয়াসিম ইকবাল জীবনে প্রথমবারের মতো ঈদ কাটালেন পরিবার ছাড়াই। ঈদের দিন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হয় ভারত। পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কাটে ভারতীয়রা। ম্যাচসেরা হন ওয়াসিম ইকবাল। ৪৩ বলে ৬৯ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি। পরে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার গোপাল পোরা গ্রামে ওয়াসিমের পরিবারের বসবাস। তিনি নিজেও উঠে এসেছেন সেখান থেকে। পরিবারের সঙ্গে ওয়াসিমের শেষ কথা হয়েছে ৩রা আগস্ট। পরদিনই ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ করে দেয় ভারতের নরেন্দ্র মোদী সরকার। এ ছাড়া জম্মু-কাশ্মীর রাজ্যকে দুই টুকরো করে দেয়ার পদক্ষেপ নেয়া হয়েছে। জম্মু-কাশ্মীরে বিশেষ মর্যাদা খারিজের ঘোষণার দিন থেকেই উত্তেজনা বিরাজ করে ওই অঞ্চলে। কাশ্মীরে ১৪৪ ধারা জারি করা হয়। মোবাইল ও ইন্টারনেট পরিসেবা বন্ধ করে দেয়া হয়। প্রচুর সৈন্যও মোতায়েন করা হয়েছে সেখানে।
ওয়াসিম তাই পরিবারের নিরাপত্তা নিয়ে ভীষণ চিন্তিত। ভারতীয় সংবাদমাধ্যমকে ২৫ বছর বয়সী ওয়াসিম ইকবাল বলেন, ‘খুব চিন্তায় ছিলাম, এখনো আছি। প্রায় ১০ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। এসব ভুলে খেলায় মনোযোগী হওয়া অনেক কঠিন, এমনকি পাকিস্তানের বিপক্ষে- যেটা কিনা আমাদের জন্য সবচেয়ে প্রত্যাশিত ম্যাচ ছিল। তবে দলকে শেষ পর্যন্ত জেতাতে পেরেছি।’ ওয়াসিম বলেন, ‘জীবনে এই প্রথমবারের মতো পরিবার ছাড়াই ঈদ করেছি, তাদের শুভেচ্ছাও জানাতে পারিনি। তাদের সত্যিই খুব মনে পড়েছে কিন্তু ফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় গত সপ্তাহ ধরে যোগাযোগ করতে পারিনি। ঘরের কী অবস্থা, সবাই কেমন আছে তা জানি না। তাদের নিয়ে সত্যিই খুব দুশ্চিন্তায় আছি। আশা করি, কাশ্মীর পরিস্থিতি স্বাভাবিক হবে।’
ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা ওয়াসিম মহেন্দ্র সিং ধোনির ভক্ত। শৈশবে ডান পায়ে অস্ত্রোপচার গড়বড় হওয়ায় সমস্যাটা একেবারে স্থায়ী হয়ে যায়। ওয়াসিম লেখাপড়ার পাশাপাশি বেছে নেন ক্রিকেটও। ভারতের হয়ে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা কাশ্মিরি তারকা পারভেজ রসুলের পরিচালনায় স্থানীয় ক্লাব ‘খান সুলতান’-এ যোগ দেন ওয়াসিম। ভারতের শারীরিক প্রতিবন্ধী দলে কাশ্মীর থেকে সুযোগ পাওয়া ওয়াসিম ও পেসার আমির হাসানের খেলার সরঞ্জামের জোগান দেন পারভেজ রসুল। পারভেজের কাছ থেকে উপহার পাওয়া ব্যাট দিয়েই পাকিস্তানের বিপক্ষে ৬ ছক্কায় সাজানো ইনিংসটি খেলেন ওয়াসিম। তিনি বলেন, ‘কাশ্মীরে ক্রিকেট প্রতিভার অভাব নেই। সেখানে শান্তি প্রতিষ্ঠা হলে ভারতের হয়ে খেলার মতো অনেক ক্রিকেটারই উঠে আসবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status