দেশ বিদেশ

প্রিয়াংকার পদ কেড়ে নিতে পাকিস্তানি মন্ত্রীর আহ্বান

মানবজমিন ডেস্ক

১৫ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ৯:০১ পূর্বাহ্ন

জাতিসংঘের শুভেচ্ছা দূতের পদ থেকে ভারতের সুপরিচিত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া জোনাসকে সরিয়ে দিতে ইউনিসেফের কাছে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরিন মাজারি। ভারতীয় সেনাবাহিনীর জন্য তার উল্লাস প্রকাশের জন্য এমন আহ্বান জানানো হয়েছে। সোমবার এ বিষয়ে শিরিন মাজারি টুইটে বলেছেন, ভারতীয় সেনাবাহিনী ও অসৎ মোদি সরকারের সমর্থন দেয়ার প্রেক্ষিতে অবিলম্বে প্রিয়াংকা চোপড়াকে তার পদ থেকে সরিয়ে দেয়া উচিত ইউনিসেফের। তা না হলে এমন পদ নিয়ে মশকরা করা হবে। কাকে এসব সম্মানসূচক পদে নিয়োগ দেয়া হচ্ছে সে বিষয়ে আরো সতর্ক হওয়া উচিত ইউনিসেফের। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। ভারতীয় সেনাবাহিনীর বিষয়ে প্রিয়াংকা উল্লাস প্রকাশ করেছেন এবং পুলওয়ামা হামলার পর যুদ্ধ আহ্বান করেছিলেন বলে তার বিরুদ্ধে ক্ষোভ দেখা দিয়েছে। সম্প্রতি লস অ্যানজেলেসে এক অনুষ্ঠানে তার সমালোচনা করেছেন পাকিস্তানি আয়েশা মালিক। তিনি ভারতীয় অভিনেত্রী প্রিয়াংকাকে কপট এবং পাকিস্তানের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধ উৎসাহিত করার অভিযোগ আনেন। আয়েশা মালিক বলেন, আপনি শান্তির জন্য ইউনিসেফের শুভেচ্ছা দূত। আর আপনি পাকিস্তানের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধ উৎসাহিত করছেন। বলিউডে আমার মতো লাখ লাখ পাকিস্তানি আপনার কাজকে সমর্থন করে। আর আপনি চান পারমাণবিক যুদ্ধ। এর জবাব দিয়েছেন প্রিয়াংকা। তিনি বলেছেন, পাকিস্তানে আমার অনেক, অনেক বন্ধু আছে। আর আমি ভারতীয়। যুদ্ধ আমার পছন্দের নয়। কিন্তু আমি দেশপ্রেমিক। তাই যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য ভালোবাসা আছে, যদি আমি তাদেরকে আঘাত দিয়ে থাকি, তাহলে তার জন্য দুঃখ প্রকাশ করছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status