খেলা

স্পেন যাচ্ছেন আট আরচার

স্পোর্টস রিপোর্টার

১৫ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ৯:০১ পূর্বাহ্ন

স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড আরচারি ইয়ুথ চ্যাম্পিয়নশিপ। সেখানে অংশ নেবেন বাংলাদেশের ৮ আরচার। আগামী ১৯ থেকে ২৫শে আগস্ট ৮টি ইভেন্টে হবে যুব আরচারদের এই প্রতিযোগিতা। ১২ সদস্যের বাংলাদেশ দলের আগামী ১৭ই আগস্ট স্পেন রওয়ানা হওয়ার কথা রয়েছে। ৮ জন আরচারের সঙ্গে যাচ্ছেন ৪ কর্মকর্তা। দলনেতা হিসেবে থাকছেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশীদুল হাসান। ম্যানেজার জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী রশিদুজ্জামান সেরনিয়াবাত।
বাংলাদেশ দল: দলনেতা : মো. রাশীদুল হাসান। ম্যানেজার : রশিদুজ্জামান সেরনিয়াবাত। কোচ : মার্টিন ফ্রেডরিক। সকহারী কোচ : জিয়াউল হক। খেলোয়াড় : হাকিম আহমেদ রুবেল (রিকার্ভ বালক), তামিমুল ইসলাম (রিকার্ভ বালক), সাকিব মোল্লা (রিকার্ভ বালক), প্রদীপ্ত চাকমা (রিকার্ভ বালক), ঐশ্বর্য্য রহমান (কম্পাউন্ড বালক), ইতি খাতুন (রিকার্ভ বালিকা), মেহনাজ আক্তার মনিরা (রিকার্ভ বালিকা) ও দিয়া সিদ্দিকী (রিকার্ভ বালিকা)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status