দেশ বিদেশ

রূপগঞ্জে ৪৬ লাখ টাকা আত্মসাৎ

সাইফুল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

১৫ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ৮:৫০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পুটিনা এলাকার আইআরডি নামক একটি এনজিওর গ্রাহকের প্রায় ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রূপগঞ্জ থানা পুলিশ এনজিও-এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদারকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার দাউদপুর পুটিনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি (অপারেশন) রফিকুল হক জানান, দাউদপুর ইউনিয়নের  দাউদপুর পুটিনা এলাকার মৃত ফকরুল ভূইয়ার ছেলে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার বিভিন্ন এলাকা কমপক্ষে ৫ শতাধিক সাধারণ মানুষের কাছ থেকে অধিক মুনাফা ও চাকরির প্রলোভন দেখিয়ে আইআরডি নামক এনজিও এর নামক করে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নেয়। এরপর কয়েক মাস টাকার লভ্যাংশ গ্রাহদের দেয়ার পর হঠাৎ এনজিও বন্ধ করে এলাকা থেকে পালিয়ে যান। গ্রাহকরা এক বছর ধরে তাদের পাওনা টাকা ফেরতের জন্য ড. সাইফুল ইসলাম দিলদার কাছে গেলে উল্টো পুলিশ দিয়ে গ্রাহকদের হয়রানি করতেন বলে গ্রাহকরা জানান। এদিকে মঙ্গলবার বিকেলে নিজ বাড়ি দাউপুর পুটিনায় সাইফুল ইসলাম দিলদার আসে। এ সংবাদ পাওয়া মাত্র গ্রাহকরা সাইফুলের বাড়িঘর ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে রূপগঞ্জ থানায় নিয়ে আসে।এ ঘটনায় ভুক্তভোগী ১৫ জন গ্রাহকের ৪২ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগের দাবিতে তাদের পক্ষে স্থানীয় মাহফুজা বেগম নামে এক নারী রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। বুধবার সকালে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ ড. সাইফুল ইসলাম দিলদারকে নারায়গঞ্জ আদালতে প্রেরণ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status