বিশ্বজমিন

জাকির নায়েকের আবাসিক মর্যাদার বিষয়ে আজ মালয়েশিয়ার মন্ত্রীপরিষদে বৈঠক

মানবজমিন ডেস্ক

১৪ আগস্ট ২০১৯, বুধবার, ১২:১০ অপরাহ্ন

বিতর্কিত ধর্মীয়নেতা ড. জাকির নায়েকের স্থায়ী আবাসিক মর্যাদার বিষয়ে আজ বুধবার বৈঠকে বসছে মালয়েশিয়ার মন্ত্রীপরিষদ। একজন মন্ত্রী বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন। তিনি মনে করেন, ড. জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো উচিত। সেখানে তার বিরুদ্ধে অর্থ পাচার ও ঘৃণাপ্রসূত বক্তব্যের বিষয়ে যে অভিযোগ আছে তার মোকাবিলা করা উচিত।
প্রায় তিন বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন ড. জাকির নায়েক। কিন্তু সম্প্রতি তিনি কিছু মন্তব্য করে উত্তেজনা সৃষ্টি করেছেন। জাকির নায়েক বলেছেন, ভারতে মুসলিম সংখ্যালঘুদের চেয়ে শত গুনেরও বেশি হিন্দুদের অধিকার আছে দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটিতে। ওইসব হিন্দু তাই মালয়েশিয়ার সরকারের চেয়ে অনেক ক্ষেত্রে ভারত সরকারকে বিশ্বাস করে।  
মালয়েশিয়ায় বর্ণবৈষম্য ও ধর্ম স্পর্শকাতর ইস্যু। ওই দেশটির ৩ কোটি ২০ লাখ মানুষের মধ্যে শতকরা ৬০ ভাগই মুসলিম। বাকিরা জাতিগত চীনা ও ভারতীয়। ভারতীয়দের মধ্যে আবার হিন্দুর সংখ্যা বেশি। মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক মন্ত্রী এম. কুলাসেগারান বলেছেন, মালয়েশিয়া বহু বর্ণের জাতির দেশ। জাকির নায়েক তাদের মধ্যে ফাটল ধরানোর উদ্দেশে ওইসব মন্তব্য করে থাকতে পারেন, যাতে তিনি মুসলিমদের কাছে প্রিয় হয়ে ওঠেন। তিনি আরো বলেন, স্থায়ী আবাসিক মর্যাদা জাকির নায়েক আর দাবি করতে পারেন না। তাই বিষয়টি নিয়ে মন্ত্রীপরিষদে আলোচনা হবে।
ভারত সরকার জাকির নায়েকের বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করেছে তা তিনি বার বার প্রত্যাখ্যান করেছেন। একইভাবে মালয়েশিয়ার মন্ত্রী কুলাসেগারান ও অন্যদের অভিযোগও তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি সাংবাদিকদের কাছে বুধবার একটি বিবৃতি দিয়েছেন। তাতে তিনি বলেছেন, মালয়েশিয়ার সরকারের ইসলামপন্থি এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রতি ন্যায্য আচরণের যে প্রশংসা আমি করেছি তা বিকৃত করা হয়েছে। আমাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে রাজনৈতিক অর্জনের জন্য ও সাম্প্রদায়িক ফাটল সৃষ্টির জন্য।
তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদকে উদ্ধৃত করে বলেছে, মঙ্গলবার দিনের শেষের দিকে প্রধানমন্ত্রী বলেছেন, ভারতে মেরে ফেলার হুমকি থাকায় জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো যাবে না। যদি অন্য কোনো দেশ তাকে নিতে চায় তাহলে তাদেরকে স্বাগতম জানাবো আমরা।
ওদিকে মালয়েশিয়ার সেনাবাহিনী ও পুলিশের বর্ষীয়ানদের গ্রুপ ন্যাশনাল প্যাট্রিয়টস এসোসিয়েশন ড. জাকির নায়েকের মন্তব্যের নিন্দা জানিয়েছে। তারা বলেছে, মালয়েশিয়ায় অনেক জাতিগত ভারতীয় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীতে সেবা দিয়েছেন। উল্লেখ্য, ২০১৬ সালের শেষের দিকে ড. জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নিষিদ্ধ করে ভারত। তার বিরুদ্ধে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী ও গ্রুপের মধ্যে শত্রুতা, ঘৃণা ও অশুভ ইচ্ছার অনুভূতি ছড়িয়ে দিতে অনুমোদন বা প্রচেষ্টায় উৎসাহিত করা অথবা সহযোগিতা করার অভিযোগ আনা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status