বাংলারজমিন

সন্ত্রাসী হামলায় সোনাইমুড়ী পৌর মেয়রসহ আহত ৩

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

১১ আগস্ট ২০১৯, রবিবার, ৮:৩১ পূর্বাহ্ন

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার মেয়র ও বিএনপি নেতা মোতাহের হোসেন মানিকের ওপর সন্ত্রাসী হামলায় ৩ জন আহত হয়েছে। শনিবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, বিকেলে পৌরসভার উদ্যোগে মশক নিধন কার্যক্রম শেষে সোনাইমুড়ী মেয়র মোতাহের হোসেন মানিকসহ অন্যান্য কাউন্সিলররা সোনাইমুড়ী ডাকবাংলোতে অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়, এ সময় হঠাৎ করে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সায়েমের নেতৃত্বে শহরের চিহ্নিত সন্ত্রাসী একদল ক্যাডার মেয়র মানিকের উপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। হামলার সময় বাধা দেয়ায় সন্ত্রাসীদের পিটুনিতে মেয়রের ড্রাইভার ও এক কাউন্সিলর আহত হন। তাদের মাইজদী একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সোনাইমুড়ী পৌর মেয়র মোতাহের হোসেন মানিক জানান, সম্পূর্ণ বিনা উস্কানিতে চিহ্নিত সন্ত্রাসী সায়েমের নেতৃত্বে এই হামলা চালানো হয়। বিষয়টি খুবই ন্যক্কারজনক। সোনাইমুড়ী শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করতে একটি মহল এই হামলার ইন্ধন দিচ্ছে।
এ ব্যাপারে সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদের সাথে আলাপ করলে তিনি মানবজমিনকে বলেন, মেয়র সাহেব ফোন দিয়ে জানিয়েছেন তিনি মশক নিধন প্রোগ্রামে গেলে একটু ঝামেলা হয়। আমরা বলেছি আপনার কোনো অভিযোগ থাকলে লিখিতভাবে জানান। আমরা অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status