বাংলারজমিন

শ্রীমঙ্গলে দুস্থদের মাঝে চাল বিতরণ করলেন আব্দুস শহীদ

শ্রীমঙ্গল প্রতিনিধি

১১ আগস্ট ২০১৯, রবিবার, ৮:২৪ পূর্বাহ্ন

জাতীয় সংসদের সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি বলেছেন, ‘ঈদের দিনে যাতে আমরা সকলে মিলেমিশে আনন্দে উপভোগ করতে পারি সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুস্থ মানুষদের কাছে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। তিনি ভিজিএফের চাল নিতে আসা নারী-পুরুষদের উদ্দেশ্যে বলেন, ‘সংসদ নির্বাচন আসলে কি হয়, একথা না বললে কথাটা অসম্পূর্ণ থেকে যায়। এই যে, মেম্বার সাবে ভোটের সময় আপনাদের কাছে গিয়া কইলা, “আমি বেটি তোরে কার্ড দিছি। তুই যদি ধানছড়াত ভোট না দেছ, আগামীতে আর কার্ড দিতাম নায়। আমি এমপি সাব। আমার কোনো নামও নাই। আর চেয়ারম্যান সাবেরও নাম বলে; চেয়ারম্যানে তুমার নাম নাম দিছইন। চেয়ারম্যানের কথায় যদি ভোট না দেছ তে তরে ইবার দেখমু কার্ড দেয় কে। এই কথা শোনার জন্য বয়স্কভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতার কার্ড দেয়া হয় নাই। আপনাদের সরকারি সুযোগ সুবিধার ভাতার সকল ধরনের কার্ড শেখ হাসিনার সরকার দিছে। চেয়ারম্যান সাহেব পারবেন না, মেম্বার সাহেব পারবে না যেমন সত্য এমপি সাহেবও পারবে না যদি না সরকারের সিদ্ধান্ত না থাকে। সেজন্য ভোটের সময় ধান ছড়া ভোট না দেয়ায় কিন্তু একজন মেম্বার চাক্ষুস বলে ফেলল। এই বেটি তোর নাম কেটে দেব।” ঈদুল আজহা উপলক্ষে গতকাল দুপুরে কালাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জনপ্রতি ১৫ কেজি করে ১০৬৫ পরিবারকে ভিজিএফ চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মজুল, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, ইউনিয়ন পরিষদের মেম্বার ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status