বাংলারজমিন

ভোলায় দ্বীপের সেমিনারে বক্তারা

আত্ম নির্ভরশীল উচ্চশিক্ষার বিকল্প নেই

স্টাফ রিপোর্টার

১১ আগস্ট ২০১৯, রবিবার, ৮:২৩ পূর্বাহ্ন

ভোলা সরকারি কলেজ অডিটোরিয়ামে ‘দ্বীপ’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভোলা জেলার শিক্ষার্থীদের সংগঠন এর আয়োজনে ‘আত্মনির্ভরশীল উচ্চ শিক্ষাঃ প্রেক্ষিত আগামীর ভোলা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৯ই আগস্ট অনুষ্ঠিত এই সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়েরর নৃবিজ্ঞান বিভাগের পিএইচডি গবেষক ও দ্বীপের প্রতিষ্ঠাতা এম আমীরুল হক পারভেজ চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধে তিনি বলেন, আত্মনির্ভরশীল উচ্চ শিক্ষা ও তার প্রয়োগের মধ্য দিয়ে আমরা শুধু প্রতিযোগিতায় টিকে থাকাই নয়; একটি স্বনির্ভর বা আত্মনির্ভর জাতিতে পরিণত হতে পারবো। তিনি ফরমাল এডুকেশনের সঙ্গে নন ফরমাল এডুকেশনের ব্যবস্থা গ্রহণের গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোমেন টুলু বলেন, ভোলা জেলার প্রাকৃতিক সম্পদসহ বিভিন্ন অপার সম্ভাবনা রয়েছে, সেই সকল সম্ভাবনা দ্রুত কাজে লাগিয়ে ভোলাকে আরও অগ্রসর করা সম্ভব। সেমিনারে ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক জাকারিয়া হোসেন বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষক সংকটসহ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। সেগুলো সমাধান করা জরুরি। সেমিনারে দ্বীপের সাধারণ সম্পাদক আবু ইসহাকের সভাপতিত্বে  ভোলা কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ও দ্বীপের প্রতিষ্ঠাতা সদস্য মো. হাবিবুল আহসান, দ্বীপের সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম সৈয়দ আশিক, ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজের প্রভাষক মো. ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সুমন, হাসান, সাহেদ প্রমুখ আলোচনায় আংশ নেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status