বাংলারজমিন

নবীগঞ্জে সড়কে মরণফাঁদ

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে

১১ আগস্ট ২০১৯, রবিবার, ৮:১৩ পূর্বাহ্ন

নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের খনকারী পাড়া থেকে সদর ইউনিয়নের বরকতপুর গ্রামের খালের উপর নির্মিত সেতুর একটি অংশ ভেঙে গিয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ সাড়ে তিন বছর ধরে আলোচিত ওই এলাকার ব্রিজে ভয়ানক গর্ত দেখা দিলেও এনিয়ে নীরব রয়েছে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও উপজেলা প্রকৌশলী বিভাগ। কয়েকটি গ্রামের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে প্রকাশ, উপজেলার শহরের সঙ্গে সংযোগের একমাত্র সড়কে নির্মিত সেতুর ভয়াল গর্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় মিডিয়া প্রতিবেদন প্রকাশের পরও কার্যকর কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। রাতের আঁধারে যে কোনো মুহূর্তে ভয়ানক দুর্ঘটনার আশঙ্কা বিদ্যমান রয়েছে। জনদুর্ভোগ লাগবে জরুরি ভিত্তিতে উদ্যোগ নেয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদগাজীসহ সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status