বিনোদন

ঈদে শাকিব-ববির লড়াই

স্টাফ রিপোর্টার

১১ আগস্ট ২০১৯, রবিবার, ৮:১১ পূর্বাহ্ন

গেল রোজার ঈদে ঢালিউড কিং শাকিব খান অভিনীত দু’টি ছবি মুক্তি পায়। একটির নাম ‘পাসওয়ার্ড’ ও অন্যটি ‘নোলক’। এ দুটি ছবিতে তার নায়িকা হিসেবে যথাক্রমে বুবলী এবং ববিকে দর্শকরা দেখতে পান। ছবি দু’টি ঈদে আলোচনায় ছিল। তবে এবারের কোরবানি ঈদে মুখোমুখি হতে যাচ্ছেন শাকিব খান ও ববি। কারণ এবারের ঈদে শাকিব খান অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ এবং ববি অভিনীত ‘বেপরোয়া’ নামের দু’টি ছবি মুক্তি পাচ্ছে। তাই দর্শকের মতো চলচ্চিত্রসংশ্লিষ্ট সকলের মুখে একই কথা। এবারের ঈদে প্রেক্ষাগৃহে লড়াইটা হবে শাকিব বনাম ববির। দেশ বাংলা মাল্টিমিডিয়ার প্রযোজনায় প্রথম ছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’। ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। আরো অভিনয় করেছেন সাবেরি আলম, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, ডন প্রমুখ। প্রযোজনা সংস্থা সূত্রে জানা যায়, এবারের ঈদে সারা দেশের ১৭০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। শাকিব খান ছবিটি নিয়ে বলেন, এটি ব্যবসায়িকভাবে সফলতা পাওয়ার পাশাপাশি সম্মানও বয়ে আনবে। আর জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় রোশান ও ববি অভিনীত ‘বেপরোয়া’ ছবিটি এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা আলিমুল্লাহ খোকন জানান, এ ছবিটি প্রথম সপ্তাহে ৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় সপ্তাহে সংখ্যাটা দ্বিগুণ হবে। এ ছবিটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক রাজা চন্দ। রোশান-ববি ছাড়াও এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, সাদেক বাচ্চু, রেবেকা প্রমুখ। ববি ছবিটি নিয়ে বলেন, একটু অসুস্থ থাকার কারণে ছবির প্রচারণা তেমন করতে পারছি না। তবে এবারের ঈদে ছবিটি হিট করবে বলে বিশ্বাস করি আমি। এদিকে এ দু’টি ছবির বাইরে ‘ভালোবাসার রাজকন্যা’ ছবিটি চ্যানেল আইতে ঈদে প্রিমিয়ার হবে। ছবিতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ ও শিপন মিত্র। পরিচালনা করেছেন রাজু আলীম। এছাড়া ‘ভালোবাসার জ্বালা’ নামে আরও একটি ছবি ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটি কম বাজেটে নির্মিত। এ ছবিটি পরিচালনা করেছেন বশির আহমেদ। এতে অভিনয় করেছেন শাকিল ও অর্পা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status