বিনোদন

ছোট পর্দায় ঈদের যত সংগীতানুষ্ঠান

স্টাফ রিপোর্টার

১১ আগস্ট ২০১৯, রবিবার, ৮:১০ পূর্বাহ্ন

প্রতিবারের মতো এবারো বিভিন্ন টিভি চ্যানেলের ঈদ আয়োজনে থাকছে নানা সংগীতানুষ্ঠান। সে সবের মধ্যে ঈদের দিন বিকেল ৩টায় বিটিভিতে প্রচার হবে আধুনিক গান। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হবে ‘গান আলাপন’- শীর্ষক আরেকটি অনুষ্ঠান। বিশেষ সংগীতানুষ্ঠান থাকছে সন্ধ্যা ৭টায়। অতিথি থাকবেন অর্ণব ও মিথিলা। একই দিন চলচ্চিত্রের গান নিয়ে ‘ছায়াছন্দ’ অনুষ্ঠানটি প্রচার হবে রাত ৯টা ৩০ মিনিটে। এটিএনবাংলায় ইভা রহমানের একক সংগীতানুষ্ঠান ‘মনের আকাশে তুমি’- ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে।  একুশে টিভিতে ‘আমার ছবি আমার গান’ প্রচার হবে রাত ৯টা ১৫ মিনিট। অতিথি ও উপস্থাপক মাহিয়া মাহি। চ্যানেল আইতে সৈয়দ আবদুল হাদীর একক সংগীতানুষ্ঠান রয়েছে বিকাল ৫টা ৪০ মিনিটে। উপস্থাপনায় আফসানা মিমি। দেশ টিভিতে  ‘সুর আর গান’ প্রচার হবে বিকাল ৩ টায়। সরাসরি এ অনুষ্ঠানের অতিথি ইউসুফ আহমেদ খান ও নন্দিতা। লাইভ মিউজিক ফেস্ট হবে রাত ১০টায়। অতিথি ইমরান। বৈশাখী টিভিতে ৮টা ৩০ মিনিটে ‘সকালের গান’ অনুষ্ঠানে গাইবেন আলিফ লায়লা। সকাল ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’ অনুষ্ঠানে গাইবেন নকুল কুমার বিশ্বাস। ‘শুধু সিনেমার গান’ প্রচার হবে দুপুর ১টায়। এসএ টিভিতে ‘সুরের মূর্ছনা’ প্রচার হবে রাত ৯টা ৩০ মিনিটে। অতিথি অনুপমা মুক্তি ও নন্দিতা। জিটিভিতে মিউজিক্যাল শো ‘লঞ্চপ্যাড’ রাত ১১টা ৫০ মিনিটে প্রচার হবে। ঈদের পরদিন দীপ্ত টিভিতে দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে ‘আমাদের ছবি আমাদের গান’। নাগরিক টিভিতে রাত ১১ টা ২০ মিনিটে থাকছে ‘গানের মেলা’। সরাসরি এ আয়োজনের অতিথি আঁখি আলমগীর। এটিএন বাংলায় রাত ১০ টা ৩০ মিনিটে প্রচার হবে ড. মাহফুজুর রহমানের
একক সংগীতানুষ্ঠান ‘একইতো আকাশ দেখি’।  এনটিভিতে সকাল ৮ টায় রয়েছে ‘একের ভিতরে দুই’। অতিথি পুতুল, লিজা, লুইপা, প্রিয়াংকা ও বৃষ্টি। দেশ টিভিতে বিকেল ৩ টায় প্রচার হবে ‘সুর আর গান’। সরাসরি গাইবেন প্রতীক হাসান ও অনুপমা মুক্তি। লাইভ মিউজিক ফেস্ট প্রচার হবে রাত ১০টায়। অতিথি অবন্তী সিঁথি। বৈশাখী টিভিতে সকাল ৮টা ১৫ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’ এ গাইবেন বৃষ্টি। সকাল ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’ অনুষ্ঠানে গাইবেন জাকিয়া সুলতানা কর্ণিয়া। ‘শুধু সিনেমার গান’ প্রচার হবে দুপুর ১টায়। বিকেল ৫টা ৪৫ মিনিটে ‘ফোক সং’ এ গাইবেন পলাশ। ঈদের তৃতীয় দিন বিটিভিতে রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ‘ছায়াছন্দ’। এসএ টিভিতে রাত ৯টা ৩০ মিনিটে ‘সুরের মূর্ছনা’-তে গাইবেন গাইবেন শাহনাজ  বেলী ও অংকন। দীপ্ত টিভিতে দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে ‘আমাদের ছবি আমাদের গান’। নাগরিক টিভিতে রাত ১১টা ২০ মিনিটে ‘গানের মেলা’ অনুষ্ঠানে সরাসরি গাইবেন মমতাজ। এনটিভিতে সকাল ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ‘চেনা পথের বাইরে’। অতিথি বাপ্পা মজুমদার, কোনাল ও লায়লা। ‘অনলাইন ভাইব্রেশন’ প্রচার হবে বিকাল ৫টা ১০ মিনিটে। অতিথি ব্যান্ড এফ মাইনর, কুঁড়েঘর ও রোদেলা রঙ্গন হূদ্য। দেশ টিভিতে ‘সুর আর গান’ প্রচার হবে বিকাল ৩টায়। গাইবেন অলোক সেন ও সুস্মিতা সেন। রাত ১০টায় ‘লাইভ মিউজিক ফেস্ট’ এ গাইবেন নিশীতা বড়ুয়া। বৈশাখী টিভিতে সকাল ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’তে গাইবেন গাইবেন ঐশী। বিকাল ৫টা ৪৫ মিনিটে ‘ফোক সং’ এ গাইবেন সুমী শবনম ও সানিয়া রমা। এসএ টিভিতে ‘সুরের মূর্ছনা’ অনুষ্ঠানে থাকবেন কর্ণিয়া ও ঐশী। নাগরিক টিভিতে রাত ১১টা ২০ মিনিটে সরাসরি গাইবে  ব্যান্ড অবসকিওর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status