খেলা

রেড ডেভিল-অল ব্লু দ্বৈরথ আজ

ম্যানইউ-চেলসির ১৫ বছরে প্রথম

স্পোর্টস ডেস্ক

১১ আগস্ট ২০১৯, রবিবার, ৮:০৩ পূর্বাহ্ন

১৫ বছর পর ইংলিশ প্রিমিয়ার লীগের মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসি। আজ ওল্ড ট্র্যাফোর্ডে লড়বে ঐতিহ্যবাহী দুই দল। ২০০৪-০৫ মৌসুমে স্ট্যামফোর্ড ব্রিজে শেষবার প্রথম ম্যাচ ডে’তে লড়েছিল তারা। তখন ম্যানইউর কোচ স্যার আলেক্স ফার্গুসন। আর প্রথমবারের মতো চেলসির দায়িত্ব নিয়েছেন হোসে মরিনহো। ফার্গির সেই দলের খেলোয়াড় উলে গানার সুলশার সেদিন মাঠে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের বিপক্ষে লড়েছিলেন। আজ তারা লড়বেন ডাগআউটে। গত মৌসুমের শেষ দিকে ম্যানইউর কোচ হয়েছেন সুলশার। চেলসিতে ল্যাম্পার্ড অধ্যায়ের শুরুটা এবারই।
চেলসির বিপক্ষে ম্যানইউর সাম্প্রতিক রেকর্ড ভালো নয়। প্রিমিয়ার লীগ শেষ ১৩ সাক্ষাতে মাত্র দুটিতে জিতেছে রেড ডেভিলরা (৬ ড্র, ৫ হার)। তবে ঘরের মাঠে শেষ ৬ ম্যাচে চেলসির কাছে হারেনি ম্যানইউ (২ জয়, ৪ ড্র)। এই পরিসংখ্যান অনুপ্রেরণা যোগাবে সুলশার ব্রিগেডকে। গত মৌসুমের শেষ ৫ ম্যাচে জয়হীন ছিল ম্যানইউ। সেই ব্যর্থতা থেকে বেরিয়ে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী সুলশার। রোমেলু লুকাকু ইন্টার মিলানে যোগ দেয়ায় আক্রমণভাগের একজন খেলোয়াড় হারিয়েছে ম্যানইউ। তবে সুলশার বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস অ্যান্থনি মার্সিয়াল, ড্যানিয়েল জেমস, মার্কাস রাশফোর্ড জেসে লিংগার্ডের কাছ থেকে গোল পাবো।’
ট্রান্সফার ব্যানের কারণে এবারের দলবদলে উল্লেখযোগ্য কোনো খেলোয়াড় কিনতে পারেনি চেলসি। তবে নতুন কোচ ল্যাম্পার্ড এটাকে বড় কোনো সমস্যা হিসেবে দেখছেন না। তিনি বলেন, ‘আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো- দলের খেলোয়াড়দের মধ্যে একটা লক্ষ্য থাকা।’
ম্যানইউ-চেলসি দ্বৈরথে কেমন হতে পারে একাদশ? লেস্টার সিটি থেকে রেকর্ড গড়ে ম্যানইউতে আসা হ্যারি ম্যাগুয়েরের অভিষেক হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। ব্যাক ইনজুরির কারণে মিডফিল্ডার পল পগবার খেলা অনিশ্চিত। আক্রমণভাগের খেলোয়াড় আলেক্সিস সানচেজও হয়ত থাকবেন না একাদশে। চোট সমস্যা রয়েছে চেলসিরও। দলের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এন’গোলো কান্তে প্রাক-
মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে হাঁটুতে চোট পান। তার খেলা নিয়ে সংশয় রয়েছে। রুবেন লেফটাস-চিক, অ্যান্টোনিও রুডিগার ও কলাম হাডসন-ওডই থাকছেন না।  
ম্যানইউর বিপক্ষে প্রিমিয়ার লীগের প্রথম ম্যাচ ডে’র সর্বশেষ সাক্ষাতে ১-০ গোলে জিতেছিল চেলসি। তবে ঘরের মাঠে সর্বশেষ ১৯৫৮-৫৯ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে চেলসির বিপক্ষে ৫-২ গোলে জিতেছিল ম্যানইউ। হ্যাটট্রিক করেছিলেন স্যার ববি চার্লটন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status