খেলা

বেঞ্চে বসে থাকতেও রাজি স্টার্ক

স্পোর্টস ডেস্ক

১১ আগস্ট ২০১৯, রবিবার, ৮:০০ পূর্বাহ্ন

ইংল্যান্ড ও ওয়েলসের বিশ্বকাপে ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি। সেই ইংল্যান্ডের মাটিতেই হওয়া অ্যাশেজের প্রথম টেস্টের একাদশে সুযোগ হয়নি মিচেল স্টার্কের। জায়গা ফিরে পেতে কঠোর পরিশ্রম করে যাওয়া এই পেসার দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত। অবশ্য স্টাক বলেন, বেঞ্চে থাকতেও অসুবিধা নেই তার যদি  অস্ট্রেলিয়া অ্যাশেজ জিতে নেয়।
২০১৯ বিশ্বকাপে স্টার্কের শিকার ২৭ উইকেট। ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজনের এক আসরে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন তাতে। বিশ্বকাপের এই দুর্দান্ত পারফরম্যান্সের পর এজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্টে স্টার্কের একাদশে থাকাটা ছিল প্রত্যাশিত। যদিও অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট তাকে বাইরে রেখে সাজায় একাদশ। তাতে ক্রিকেট বিশ্বের অনেকে অবাক হলেও স্টার্কের কোনো অভিযোগ নেই। বরং দলের পারফরম্যান্সকেই বড় করে দেখছেন তিনি। প্যাট কামিন্স, পিটার সিডল ও জেমস প্যাটিনসনকে নিয়ে গড়া পেস আক্রমণ নিয়ে অস্ট্রেলিয়া ২৫১ রানের বড় ব্যবধানে জয় পায় এজবাস্টন টেস্টে। নিজের খেলার চেয়ে দলের জয়কেই বড় করে দেখছেন স্টার্ক। ‘ক্রিকেট ডটকম ডট এইউ’কে দেয়া সাক্ষাৎকারে স্টার্ক বলেন, ‘আমরা এখানে (ইংল্যান্ড) এসেছি অ্যাশেজ জিততে। আমরা তো আর শুধু শুধু আসিনি। এবারের অ্যাশেজ আমরা জিততে চাই। আর সেটা যদি প্রত্যেক ম্যাচে আলাদা একাদশ নিয়ে আসে কিংবা পাঁচ টেস্টে একই একাদশ নিয়ে হয়, কোনো সমস্যা নেই। আমাদের মূল লক্ষ্য হলো অ্যাশেজ জয়।’ অবশ্য একাদশে জায়গা ফিরে পেতে অনুশীলনে ঘাম ঝরিয়ে যাচ্ছেন এই পেসার। শুধু তিনি নন, আরেক পেসার জশ হ্যাজেলউডও চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাঠে ফেরার। এ প্রসঙ্গে স্টার্ক বলেন, ‘জশ (হ্যাজেলউড) ও আমি কঠোর পরিশ্রম করে চেষ্টা চালিয়ে যাচ্ছি (একাদশে ফিরতে)। অবশ্য এটা পুরো দলের সবাই করছে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status