খেলা

ইনজুরিতে অ্যালিসন, মিস করবেন সুপার কাপ

স্পোর্টস ডেস্ক

১০ আগস্ট ২০১৯, শনিবার, ১১:৩৪ পূর্বাহ্ন

মৌসুমের প্রথম ম্যাচেই চোট নিয়ে মাঠ ছেড়েছেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। নরউইচ সিটির বিপক্ষে ৪-১ গোলে জয়ের দিনে কাফ (পায়ের গুল) ইনজুরিতে পড়েন অ্যালিসন। ম্যাচের ৩৮তম মিনিটে লিভারপুলের নতুন গোলরক্ষক আদ্রিয়ানের বদলি করা হয় তাকে।
অ্যালিসনের চোট কতটা গুরুতর, তা এখনো জানা যায়নি। তবে এটা নিশ্চিত যে, ১৪ই আগস্ট ইস্তানবুলে চেলসির বিপক্ষে উয়েফা সুপার কাপের ম্যাচটি মিস করতে করতে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান গোলরক্ষক। শুক্রবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লিভারপুলের জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন, ‘অ্যালিসনের চোট ছাড়া ম্যাচের আর কোনো কিছুই খারাপ ছিল না। এই চোট আমাদের জন্য মোটেও ভালো কিছু নয়। ওর ইনজুরিটা কাফে। ও হাঁটতে পারছিল না। যা ভালো লক্ষণ নয়। এটা কতটা গুরুতর তা জানার অপেক্ষায় আছি। পরীক্ষা-নিরীক্ষার পরই জানতে পারবো। তবে নিজের অভিজ্ঞতায় বলতে পারি, বুধবার সুপার কাপের ম্যাচটিতে অ্যালিসন খেলছে না।’
অ্যালিসনের বদলি হিসেবে নামা আদ্রিয়ানকে গত সোমবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেড থেকে ফ্রি-ট্রান্সফারে দলে ভিড়িয়েছে লিভারপুল। ৩২ বছর বয়সী এই গোলরক্ষকের ওপর আস্থা রাখছেন ক্লপ। তিনি বলেন, ‘এরকম পরিস্থিতিতে পড়লে আপনি এমন কাউকে খেলাতে চাইবেন, যার লীগ খেলার অভিজ্ঞতা আছে এবং যে অভিজ্ঞ। আদ্রিয়ান খুবই আত্মবিশ্বাসী ছেলে। আমরা মনে হয় না আগামী কয়েক বছর বেঞ্চে বসে থাকার জন্য সে লিভারপুলে এসেছে।’

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status