বাংলারজমিন

তালতলীতে জেলেদের ভিজিএফ চাল বিতরণ নিয়ে সংঘর্ষ

তালতলী (বরগুনা) প্রতিনিধি

১০ আগস্ট ২০১৯, শনিবার, ৮:১৬ পূর্বাহ্ন

বরগুনার তালতলীতে গতকাল জেলেদের ভিজিএফ চাল বিতরণে ওজনে কম দেওয়া নিয়ে সংঘর্ষে ইউপি সদস্যসহ ৭ জন আহত হয়েছে। এ ঘটনায় তাৎক্ষনিক ইউএনও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, ৬৫ দিনের অবরোধে সমুদ্রে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের মধ্যে উপজেলার শারিকখালী ইউনিয়নে নিবন্ধিত ৬২৫ জন জেলেদের মাঝে ২৯টন ১৬ কেজি  চাল বরাদ্দ হয়। প্রতি জেলেদের ৪৬.৬৬ কেজি চাল দেয়ার কথা থাকলেও চেয়ারম্যান আবুল বাসার বাদশা তালুকদার প্রতি জেলেকে ৪০ কেজি করে চাল বিতরণ করেন। চাল কম দেয়ার জন্য ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নিজাম উদ্দিনসহ ভুক্তভোগী জেলেরা প্রতিবাদ করলে চেয়ারম্যানের পালিত লোকজন ওই ইউপি সদস্যসহ জেলেদের উপর হামলা চালায়। এতে ইউপি সদস্য ও ৫ জেলে আহত হন। আহতরা হলেন জালাল মৃধা (৪৫), সৈয়দ মৃধা (৪৮), জাকির মৃধা (৩৭) মোশারেফ (৩০), আসাদুল (২৭)। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এ বিষয় সংশ্লিষ্ট চেয়ারম্যান আবুল বাসার বাদশা তালুকদার বলেন, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নিজাম উদ্দিনের অনুপস্থিতিতে অন্যান্য সকল মেম্বারদের নিয়ে চাল আনা ও ঘাটতি খরচ বাবদ ৬.৬৬ কেজি রেখে ৪০ কেজি করে প্রতি জেলেদের চাল দেয়ার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে ৪০ কেজি করে চাল বিতরণ করেছি। এ ঘটনায় ওই মেম্বারের সঙ্গে কথার কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে ৫নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মাইনুল ইসলাম শুভ আহত হন।
উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাশ শুভ বলেন, চাল কম দেয়ার অভিযোগে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। চাল দেয়া বন্ধ করা হয়। পরে বাকি চাল বিতরণের জন্য ট্যাগ অফিসারের উপস্থিতিতে বিতরণ করা হবে। আহতদের ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status