খেলা

আকমলকে ম্যাচ পাতাতে বলেছিলেন তারই পূর্বসূরি

স্পোর্টস ডেস্ক

১০ আগস্ট ২০১৯, শনিবার, ৮:১০ পূর্বাহ্ন

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লীগে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান উমর আকমল। আর তাকে এমন প্রস্তাব দিয়েছেন পাকিস্তানেরই সাবেক ক্রিকেটার মনসুর আখতার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুর্নীতি দমন বিভাগকে এ কথা জানিয়েছেন উমর আকমল নিজেই। বিষয়টি জানাজানি হওয়ার পর মনসুরের সঙ্গে যোগাযোগ করতে পারেনি সংবাদমাধ্যম। পাকিস্তানের হয়ে ১৯ টেস্ট এবং ৪১টি ওয়ানডে খেলা সাবেক ব্যাটসম্যান মনসুর আখতার (১৯৮০-৯০) গ্লোবাল টি-টোয়েন্টি লীগে উইনিপেগ হকস ম্যানেজমেন্টের অংশ ছিলেন। টেস্টে ১৯৭৭ সালে ওয়াহেদ মির্জার সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে ওপেনিং জুটিতে সর্বোচ্চ ৫৬১ রান তোলার রেকর্ডও গড়েছিলেন মনসুর আখতার, যা টিকে আছে আজও। পাকিস্তানের বিশ্বকাপ দলে সুযোগ পাননি আকমল। জাতীয় দলে সবশেষ খেলেছেন এ বছরের মার্চে দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে। মিডল অর্ডার এ ব্যাটসম্যান এর আগে বেশ কয়েকবার ম্যাচ পাতানো বিতর্কে জড়িয়েছেন। এর আগে একবার এক টিভি চ্যানেলকে বলেছিলেন, ২০১৫ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ পাতানোর প্রস্তাব দেয়া হয়েছিল তাকে। এ ছাড়া হংকং সুপার সিরিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও নাকি ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছিলেন আকমল। সবশেষ গ্লোবাল টি-টোয়েন্টি লীগের ঘটনাটি তদন্ত করছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status