বাংলারজমিন

নন্দীগ্রামে বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

১০ আগস্ট ২০১৯, শনিবার, ৮:১০ পূর্বাহ্ন

 বগুড়ার নন্দীগ্রামে পৌরসভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেলো আমিনা খাতুন (১৫) নামের স্কুলছাত্রী। বৃহস্পতিবার রাতে পৌরসভার ৩নং ওয়ার্ডের বেলঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আমিনা খাতুন ওই গ্রামের আমিনুল ইসলামের মেয়ে ও কাজী আবদুল ওয়াজেদ উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনা খাতুনের বিয়ে একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাকিব হোসেন (১৫) সঙ্গে ঠিক করেন তার পরিবারের লোকজন। বৃহস্পতিবার রাতে এ বিয়ে হওয়ার কথা ছিল। সে উপলক্ষে কনের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শারমিন আখতার পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হন। তারা সেখানে গিয়ে কনের বাবা-মা এবং পরিবারের সকলকে বিয়ের কুফল সম্পর্কে অবহিত করলে ১৮ বছর না হওয়া পর্যন্ত তারা মেয়ের বিয়ে দিবে না বলে মুচলেকা দেন। এদিকে বিয়ের বাড়িতে ইউএনওর উপস্থিতির খবর পেয়ে বর পক্ষের লোকজন পথিমধ্য থেকে ফিরে যান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status