বিনোদন

ঈদে চ্যানেল আইতে হুমায়ূন আহমেদের ৭ নাটক

স্টাফ রিপোর্টার

১০ আগস্ট ২০১৯, শনিবার, ৭:০৫ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আজহার ৮ দিনব্যাপী আয়োজনে চ্যানেল আই সংযুক্ত করেছে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭ জনপ্রিয় নাটক। এগুলো প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১.১৫ মিনিটে। ‘গ্রামীণফোন এক্সক্লুসিভ’ নামের এ আসরে ঈদের দিন দেখানো হবে নাটক ‘বুয়া বিলাস’, ঈদের পরদিন ‘মহান চিকিৎসক ওয়াং পি’, ঈদের তৃতীয় দিন ‘আমরা তিনজন’, ঈদের ৪র্থ দিন ‘চার দুকোনে চার’, ঈদের ৫ম দিন ‘জলে ভাসা পদ্ম’, ঈদের ৬ষ্ঠ দিন ‘মীরার দিন রাত্রী’ এবং ঈদের ৭ম দিন একই সময়ে রয়েছে নাটক ‘রহস্য’। নাটকগুলোতে অভিনয় করেছেন রিয়াজ, স্বাধীন খসরু, জয়ন্ত চট্টোপাধ্যায়, এজাজুল ইসলাম, আলমগীর, আমীরুল হক চৌধুরী, আসাদুজ্জামান নূর, চ্যালেঞ্জার, মীম, মাজনুন মিজান, নাজনীন নাজ, ফারুক আহমেদ, মাসুম আজিজ, সালেহ আহমেদ, গাজী রাকায়েত, শামীম শাহেদ, শম্পা, মুনমুন, বাঁধন, পুতুল কমল, সুরভী, তুফান, মিঠু, শাওন, অরিন, আঁচল, কনা, মাসুদ আখন্দ, এহসানুর রহমান, শ্রেয়সী, লেখা, শাহীন হাসান প্রমুখ। নাটকগুলো পুনঃপ্রচারিত হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status