বিনোদন

ভেঙে যাচ্ছে অনন্যার সংসার

বিনোদন ডেস্ক

১০ আগস্ট ২০১৯, শনিবার, ৭:০৪ পূর্বাহ্ন

ভেঙে যাচ্ছে ভারতের ছোট ও বড় পর্দার অন্যতম জনপ্রিয় নায়িকা অনন্যা চট্টোপাধ্যায়ের চার বছরের সংসার। তার স্বামী রাজর্ষি বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই ঘোষণা দিয়েছেন। তিনি লিখেছেন, আমি এবং আমার স্ত্রী অনন্যা চট্টোপাধ্যায় একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শুধু আইনিপ্রক্রিয়া বাকি রয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের জন্য শুভকামনা জানিয়ে তিনি লিখেছেন, আশা করব, ও জীবনে যা কিছু চাইবে, তাতে যেন  সফল হয়। তবে এখনই বিবাহবিচ্ছেদের ব্যাপারে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি অনন্যা। ২০১৫ সালের ফেব্রুয়ারির ২ তারিখ কলকাতার কসবার লীলা রিসোর্টে রাজর্ষি বন্দ্যোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়ের বিয়ে হয়। রাজর্ষি একটি বিজ্ঞাপনী সংস্থার ভাইস প্রেসিডেন্ট। একটা ছবিতে কাজ করার ব্যাপারে অন্যন্যার সঙ্গে কথা বলতে এসে তার পরিচয়। ওই সময় রাজর্ষির ব্যাপারে অনন্যা বলেছিলেন, খুব নম্রভদ্র আর সিম্পল। ওর সারল্যটাই আমার ভালো লেগেছে। অনন্যা চট্টোপাধ্যায় ঋতুপর্ণ ঘোষের ‘আবহমান’ ছবিতে অভিনয় করে ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তার প্রথম চলচ্চিত্র ‘রাত বারোটা পাঁচ’ (২০০৫)। এরপর তিনি অতনু ঘোষের ‘অংশুমানের ছবি’ কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘ল্যাপটপ’, অপর্ণা  সেনের ‘ইতি মৃণালিনী’সহ আরো কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। ছোট পর্দায় জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘সুবর্ণলতা’য় নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। এই সিরিয়াল তাকে দর্শকদের খুব কাছাকাছি পৌঁছে দেয়। এ ছাড়া স্টার জলসায় তার ‘জয় কালী কলকাত্তাওয়ালী’ (২০১৭-১৯) সিরিয়ালটিও প্রশংসিত হয়েছে। তার অন্য দুটি জনপ্রিয় সিরিয়াল হলো স্টার জলসার ‘গানের এপারে’  এবং ‘বধূ কোন আলো লাগল চোখে’।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status