বিশ্বজমিন

গুরুতর অসুস্থতার মধ্যে উত্তরসূরি নির্বাচিত করলেন আইএস নেতা বাগদাদি

মানবজমিন ডেস্ক

৯ আগস্ট ২০১৯, শুক্রবার, ২:১৭ পূর্বাহ্ন

নিজের উত্তরসূরির নাম ঘোষণা করলেন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (আইএস) এর নেতা আবু বকর আল বাগদাদি। আইএস’র বার্তা সংস্থা আমাক’এ মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানান, ইরাকের মসুল শহরের তাল আফার জেলার সাবেক বাসিন্দা আবদুল্লাহ কারদাশই হবেন পরবর্তী আইএস প্রধান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদলু।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্ত সন্ত্রাসবিরোধী ইউনিট ফ্যালকন্স ইন্টেলিজেন্স সেল’র প্রধান আবু আলী আল-বাসরি জানান, সিরিয়ায় অবস্থান করছেন বাগদাদি। তিনি গুরুতর অসুস্থ। ফ্যালকন ইন্টেলিজেন্স সেলের এক অভিযানে ক্ষেপণাস্ত্রের টুকরার আঘাতে আহত হন বাগদাদি। এরপর থেকে প্যারালাইসিস হয়ে আছে তার শরীরের কিছু অংশ। গত বছর সিরিয়ার হাজিন অঞ্চলে এক গোপন বৈঠক করছিলেন বাগদাদি। ওই বৈঠকে হামলা চালায় ফ্যালকন ইন্টেলিজেন্স এজেন্সি ও জোট বাহিনী। ওই হামলায় গুরুতরভাবে আহত হন বাগদাদি। এরপর থেকেই তার উত্তরসূরির কথা ভাবা হচ্ছে। সম্প্রতি গোয়েন্দা হুমকি নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন তিনি।

ইরাকের নিরাপত্তা বিশেষজ্ঞ ফাদহিল আবু রাঘিফ বলেন, বাগদাদির নির্বাচিত উত্তরসূরি কারদাশ পূর্বে বাসরা গভর্নরেটের বুক্কা কারাগারে আটক ছিল। পূর্বে তিনি আল-কায়েদার সদস্য ছিলেন। তিনি মসুলের কলেজ অব ইমাম আল-আধাম আবু হানিফা আল-নু’মানিন থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

রাঘিফ আরো বলেন, আইএস এর প্রাক্তন দ্বিতীয় সর্বোচ্চ নেতা আবু আলা আল-আফরির ঘনিষ্ঠ সহচর ছিলেন কারদাশ। ২০১৬ সালে আফরির মৃত্যু হয়। কারদাশের বাবা ছিলেন একজন ¯পষ্ট ও যৌক্তিক বাগীশ। কিন্তু কারদাশ একজন নির্মম, কর্তৃত্ববাদী ও চরমপন্থি। মসুল আইএসের দখলে যাওয়ার পর সবার আগে বাগদাদীর প্রতি আনুগত্য প্রকাশ করেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status