খেলা

বিসিবিকে ‘না’ বলেছেন পল ফারব্রেসও

কেন কোচের আলোচনায় হেসন-হাথুরু

স্পোর্টস রিপোর্টার

৯ আগস্ট ২০১৯, শুক্রবার, ৯:৩৩ পূর্বাহ্ন

হঠাৎ করেই বাংলাদেশ দলের কোচের দায়িত্ব ছেড়ে গেছেন চন্ডিকা হাথুরুসিংহে। তার বিদায় বেলাতে দলের মধ্যে ছড়িয়ে ছিল প্রচণ্ড অসন্তোষ। ক্রিকেটারদের সঙ্গে তার বিরোধ ছিল স্পষ্ট। এরপর নিয়েছেন নিজ দেশ শ্রীলঙ্কার দায়িত্ব। সেখান থেকেও যখন তাকে বিদায় করা হয় তখনো দলের মধ্যে তার সঙ্গে সম্পর্কের টানাপড়েন। এক কথায় ভালো কোচ হলেও পরপর দুই দেশ থেকে তার বিদায়টা হয় বাজে। বিশেষ করে তার  স্বৈরাচারী মনোভাব ও অতিরিক্ত পারিশ্রমিকটা মূল কারণ এমন বাজে বিদায়ের। সেই হাথরুই নাকি আবারো বিসিবির কোচের সংক্ষিপ্ত তালিকাতে! এছাড়াও সেই  তালিকাতে আছেন নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসনও। যাকে টাইগারদের সম্ভাব্য গুরুর দায়িত্বে সবচেয়ে বেশি এগিয়ে রাখা হচ্ছে। এছাড়াও আছেন জিম্বাবুয়ের গ্র্যান্ট ফ্লাওয়ার ও এরই মধ্যে বিসিবিকে সাক্ষাৎকার দিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গো। এছাড়া তালিকাতে থাকা ইংল্যান্ডের পল ফারব্রেস নাকি এরই মধ্যে বিসিবিকে ‘না’ বলে দিয়েছেন। তবে এর মধ্যে এখন সবচেয়ে আলোচনাতে দু’জন। হাথুরু আর হেসন। কেন তাদের নাম নিয়ে এত গুঞ্জন! এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক বলেন, ‘আসলে কেউই এখন পর্যন্ত চূড়ান্ত নয়। আলোচনা হচ্ছে, কথা হবে সবার সঙ্গে এরপর দুই পক্ষের অনেক কিছুই মেলার আছে, তখন চূড়ান্ত হবে। হ্যা, তবে এই নামগুলো আছে আমাদের তালিকাতে।  সেখান থেকে কোচ মাইক হেসনও হতে পারে বা অন্য কেউ। তবে এটি অনেকটাই নিশ্চিত যে হাথুরুসিংহে অন্তত কোচ হবে না।’
অন্যদিকে হাথরুসিংহে কেন আলোচনায়! এরই মধ্যে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোও লিখেছে বিসিবির সংক্ষিপ্ত তালিকাতে এই লঙ্কান কোচের নাম। এমন বাজে বিদায়ের পরও তাকে কেন সংক্ষিপ্ত কোচের তালিকাতে রাখা হয়েছে? জবাবে বিসিবির আরেক পরিচালক বলেন, ‘আসলে আমাদের সব কিছু জানা নেই। কোচের গোটা বিষয়টি দেখছেন বিসিবি সভাপতি।  যেহেতু আমরা কোচের বিজ্ঞাপন দিয়েছি হাথুরু আবেদন করতেই পারেন। তাকে নেয়াই হবে এমন কিছু নয়। সত্যি কথা বলতে হাথুরু কিন্তু কোচ হওয়ার দৌড়ে মোটেও এগিয়ে নেই। নাম, আছে থাক।’ যদিও  শোনা যাচ্ছে বিসিবির বেশ কয়েকজন প্রভাবশালী পরিচালক হাথুরুকে নিতেই বেশি আগ্রহী। তবে শেষ পর্যন্ত এই লঙ্কানকে কোনভাবেই কোচ করছে না বলেই অনেকটা আভাস পাওয়া গেছে।
আবার মাইক হেসনও যে কোচ হয়ে যাচ্ছেন তা নয়। ২০১৮তে বিশ্বকাপের মাত্র এক বছর বাকি থাকতেই নিউজিল্যান্ড দলের দায়িত্ব ছাড়েন তিনি। বিশ্বকাপের ঠিক এক বছর আগে পদত্যাগ না করতে তাকে অনুরোধ করা হয়েছিল কিউই বোর্ডের পক্ষ থেকে। কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন। এরপর তিনি ভারতের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের দায়িত্ব পালন করে। তবে গতকালই হেসন টুইট করে জানিয়েছেন সেই দায়িত্বও ছাড়ছেন। এবার গুঞ্জন তিনি কোচ হতে চান ভারতের। নিউজিল্যান্ডের দায়িত্ব ছাড়ার পর তার অবশ্যই লক্ষ্য ছিল ভারতের মতো একটি দলের প্রতি। বর্তমানে সেখানেও প্রয়োজন প্রধান কোচ। তাই হয়তো সেখানেই আগে চেষ্টা করবেন তিনি। যদিও তাকে এগিয়ে রাখার কারণ হিসেবে জানা গেছে বোর্ড সভাপতির ইচ্ছার কথা।
অন্যদিকে ইংল্যান্ডের পল ফারব্রেস নাকি বিসিবির প্রস্তাব আবারো ফিরিয়ে দিয়েছেন। স্টিভ রোডসের আগে তাকে অনেকটাই চূড়ান্ত করে  ফেলেছিল বিসিবি। কিন্তু  সেবার তার পরিবারের কারণে তিনি বাংলাদেশের কোচ হননি। এবারও আলোচনায় থাকলেও জানা গেছে বিসিবিকে তিনি জানিয়েছেন অনাগ্রহের কথা। তিনি ছাড়াও বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক  কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।  তাকে কোচ বানাতে বেশ আগ্রহী ছিল বিসিবি। কিন্তু দুই দফায় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জিম্বাবুয়ের এই সাবেক অধিনায়ক। যে কারণে বিসিবিকে ভাবতে হচ্ছে অন্যদের নিয়ে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত টাইগারদের গুরুর দায়িত্ব কে নিচ্ছে!
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status