খেলা

শুরুর লড়াইটা দুই জার্মান কুশীলবের

স্পোর্টস ডেস্ক

৯ আগস্ট ২০১৯, শুক্রবার, ৯:৩০ পূর্বাহ্ন

ইংলিশ প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচে নরউইচ সিটির মুখোমুখি হচ্ছে লিভারপুল। দুই দলের প্রধান কোচই জার্মান। ২০১৫  থেকে লিভারপুলের দায়িত্বে আছেন বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ। ক্লপ ডর্টমুন্ড ছেড়ে আসার পর তাদের ‘বি’ টিমের কোচ হয়েছিলেন নরউইচ সিটির বর্তমান কোচ ড্যানিয়েল ফার্কা। নরউইচের বেশ কয়েকজন ফুটবলার আবার ক্লপের সাবেক শিষ্য। তাদের বিপক্ষেই মৌসুমের প্রথম পরীক্ষা কোচ ক্লপের লিভারপুলের। এ নিয়ে বেশ রোমাঞ্চিত ক্লপ। তিনি বলেন, ‘আমি তাকে (ফার্কা) অনেক সম্মান করি। দুর্ভাগ্যবশত আমরা একে অপরকে তেমন জানি না। দু’জনই বরুসিয়া ডর্টমুন্ডে কাজ করেছি। তবে ভিন্ন সময়ে। ডর্টমুন্ডের সাবেক জার্মান কোচরা ইংলিশ ফুটবলে কাজ করছে। ব্যাপারটা দারুণ।’
ফার্কার অধীনে গত মৌসুমে চ্যাম্পিয়নশীপ লীগে (দ্বিতীয় বিভাগ লীগ) ৯৩ গোল করে চ্যাম্পিয়ন হয় নরউইচ সিটি। ফলে প্রিমিয়ার লীগে খেলার সুযোগ হয়েছে দলটির। ফার্কার দলকে সমীহ করে ক্লপ বলেন, ‘তিনি (ফার্কা) এখানে অসাধারণ কাজ করছেন। চ্যাম্পিয়নশিপ মোটেও সহজ লীগ নয়। আর আমার সাবেক শিষ্যদের মধ্যে মারিও ভ্রান্সিস, মার্কো স্টিপারম্যান, ক্রিস্টোফার জিমারম্যান, মরটিজ লেইটার নরউইচের হয়ে খেলছে। দলটিতে তারা যেভাবে প্রিমিয়ার লীগে নিয়ে এসেছে, তাতে তারা প্রশংসা পাওয়ার যোগ্য।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status