খেলা

পিসিবি’র কেন্দ্রীয় চুক্তিতে ব্যাপক পরিবর্তন

স্পোর্টস ডেস্ক

৯ আগস্ট ২০১৯, শুক্রবার, ৯:৩০ পূর্বাহ্ন

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে ব্যাপক পরিবর্তন এসেছে। ২০১৯-২০২০ মৌসুমের জন্য ৩ ক্যাটাগারিতে মোট ১৯ ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করেছে পিসিবি। গত মৌসুমে ৫ ক্যাটাগরিতে মোট ৩৩ জন ক্রিকেটারকে চুক্তিতে রেখেছিল তারা। ১লা জুলাই ২০১৯ থেকে ৩০শে জুন ২০২০ পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি। এই সময়ের মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, অস্ট্রেলিয়ার বিপক্ষে ২টি টেস্ট এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ এবং বাংলাদেশের বিপক্ষে ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান।
ওয়ানডে থেকে অবসরে যাওয়া মোহাম্মদ হাফিজ এবং শোয়েব মালিকের চুক্তি বাতিল করেছে পাকিস্তান বোর্ড। মোহাম্মদ আমির এবং ফখর জামানের অবনতি হয়েছে। টেস্ট থেকে অবসর নেয়া আমির ‘এ’ ক্যাটাগরি থেকে ‘সি’ ক্যাটাগরিতে নেমে গেছেন। ‘বি’ থেকে সি’তে নেমে গেছেন বাঁহাতি পেসার ফখর। ডিমোশন হয়েছে সাবেক অধিনায়ক আজহার আলিরও। ‘এ’ ক্যাটাগরি থেকে তাকে বি’তে নামিয়ে দেয়া হয়েছে। উন্নতি হয়েছে ইমাম উল হক, হারিস সোহেল এবং মোহাম্মদ আব্বাসের। ‘সি’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উঠেছেন তারা।
পিসিবি’র কেন্দ্রীয় চুক্তিতে যারা
ক্যাটাগরি ‘এ’: বাবর আজম, সরফরাজ আহমেদ এবং ইয়াসির শাহ। ক্যাটাগরি ‘বি’: আসাদ শফিক, আজহার আলী, হারিস সোহেল, ইমাম-উল-হক, মোহাম্মদ আব্বাস, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি এবং ওয়াহাব রিয়াজ। ক্যাটাগরি ‘সি’: আবিদ আলী, হাসান আলী, ফখর জামান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ এবং উসমান শিনওয়ারি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status