বিনোদন

‘বাংলা সিনেমাকে বাঁচাতে হবে’

কামরুজ্জামান মিলু

৯ আগস্ট ২০১৯, শুক্রবার, ৯:০৫ পূর্বাহ্ন

নতুন এক মিশনে নেমেছেন ঢালিউড কিং শাকিব খান। তবে এবারের মিশনটা শুধুই সিনেমা বা সিনেমার কোনো চরিত্র নিয়ে না। এবার বাংলা সিনেমা এবং ইন্ডাস্ট্রির উন্নতি নিয়ে কাজ করছেন। নতুন এক উদ্যোগ নিয়েছেন তিনি। সামনে দেশের বিভিন্ন অঞ্চলের দেড়শ প্রেক্ষাগৃহে নিজস্ব প্রজেক্টর ও সার্ভার বসানোর সিদ্ধান্ত নিয়েছে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস। এ অভিনেতা জানান, এরইমধ্যে দেশের বেশকিছু সিনেমা হলে আমাদের নিজস্ব যন্ত্রপাতির মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে। আসলে বাংলা ইন্ডাস্ট্রির এই বেহালের একমাত্র কারণ হচ্ছে পেশাদারিত্ব না থাকা। বলতে গেলে মনের তাড়না থেকে সিনেমা হলগুলোতে প্রজেকশন মেশিন বসানো হচ্ছে। এ অবস্থায় বর্তমান সময়ের এই জনপ্রিয় নায়ক হলগুলোর মান বৃদ্ধিতে এগিয়ে আসছেন। তিনি এ বিষয়ে আরো বলেন, নিজস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে উন্নত প্রযুক্তির প্রজেক্টর ও সার্ভার সরবরাহ করলে পাইরেসি থাকবে না। পাশাপাশি উন্নত প্রযুক্তির ফলে দর্শকরাও ঝলমলে সিনেমা দেখতে পাবেন। এখন দরকার শুধু সিনেমা হলের পরিবেশ। যেটা সিনেমা হল মালিকদের হাতে। তারা দর্শকদের জন্য এটুকু অবশ্যই করবেন বলে আশা রাখি। এদিকে সবশেষ শাকিব খান অভিনীত ‘পাসওয়ার্ড’ ছবিটি গত ঈদে দর্শকরা দেখেছেন। মালেক আফসারী পরিচালিত এ ছবিতে শাকিব খানের বিপরীতে বুবলী অভিনয় করেন। ছবিটি বেশ ব্যবসা সফলতা পায়। এবার কোরবানির ঈদেও শাকিব খান নতুন স্বাদের একটি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন। তার এ ছবির নাম ‘মনের মতো মানুষ পাইলাম না’। দেশবাংলা মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এ ছবিতেও শাকিবের বিপরীতে বুবলীকে দর্শকরা দেখতে পাবেন। ছবিটি নিয়ে শাকিব খান বলেন, ভালো লাগার মতো ছবি এটি। রাজু ভাই নির্মাতা হিসেবে দক্ষতার পরিচয় দিয়েছেন আগেই। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছেন। ভালো একটি কাহিনীর ছবি ঈদে দর্শকরা দেখতে পাবেন। এর আগে তার পরিচালনায় ‘ভালোবাসলে ঘর বাঁধা যায় না’ নামে একটি ছবিতে  অভিনয় করেছিলাম। ছবিটি সাত ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার জিতেছিল। ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি সে ধরনেরই। ভালো মানের ছবির সংখ্যা যত বাড়বে দর্শক তত সিনেমা হলে ভিড় করবে। কাজটি নিয়ে আমি আশাবাদী। শাকিব খান আরো বলেন, এটি একটি পরিচ্ছন্ন ছবি। পারিবারিক বন্ধন অটুট করার ছবি। এটি দেশপ্রেমের ছবি, সুন্দর যুবসমাজ গড়ার ছবি। আর ছবিটি সেন্সরবোর্ডেও বেশ প্রশংসা পেয়েছে। অন্যদিকে শাকিব খান ঈদের পর নতুন গেটআপে কাজী হায়াতের ‘বীর’ ছবির শুটিং শুরু করবেন। এ ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন তিনি। ছবিতে দর্শকরা তাকে ভিন্ন লুকে দেখতে পাবেন। সামনে তার অভিনীত আরো দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবি দুটির মধ্যে একটি হচ্ছে শাহীন সুমনের ‘একটু প্রেম দরকার’। এ ছবির শেষ অংশের কাজ সম্প্রতি শেষ হয়েছে। আরেকটি ছবির কাজ তিনি শেষ করেছেন। ছবিটির নাম ‘শাহেনশাহ’। শামীম আহমেদ রনী পরিচালিত এ ছবিতে শাকিব খানের বিপরীতে দর্শকরা প্রথমবার নুসরাত ফারিয়াকে দেখতে পাবেন। এ ছবিটিও সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে। এসব ছবির বাইরে নতুন কাজের খবর জানতে চাইলে শাকিব খান বলেন, এই তো বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ ছবির কাজ করছি। ছবিতে নবাগত মিতু অভিনয় করছে। এ ছবির পর আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘প্রিয়তমা’ ও ‘ফাইটার’ ছবি দুটির কাজ শুরু হবে। সবশেষ শাকিব খান আরো বলেন, বাংলা সিনেমাকে বাঁচাতে হবে। শুধু সরকারের ওপর দায়ভার দিলে চলবে না। আমাদের নিজেদেরও তো কিছু দায়িত্ব নিতে হবে। আর সিনেমা না বাঁচলে আমার নিজেরও এখানে অস্তিত্ব থাকবে না। আমি এখান থেকে টাকা আয় করেছি, এখানে এখন বিনিয়োগ করতে চাই।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status