ফেসবুক ডায়েরি

ফেসবুক স্ট্যাটাস

হোজ্জার গল্প

আলী রীয়াজ

৮ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ১:১৭ পূর্বাহ্ন

হোজ্জার গল্প শোনেন নি এমন লোক পাওয়া দুস্কর; ফলে এই গল্পটা আপনারা জানেন। তবু বলি- নাসিরুদ্দিন হোজ্জাকে একবার লোকজন ধরেবেঁধে বিচারকের আসনে বসিয়ে দিল।
তার আদালতে বিচার শুরু হলো- ফরিয়াদি বলল ‘হুজুর, আসামি আমার উট চুরি করে নিয়ে গিয়ে খেয়ে ফেলেছে, আমি সর্বস্বান্ত হয়ে  গেছি। আসামির কঠোর শাস্তি হওয়া দরকার।’
হোজ্জা বলল ‘তুমি ঠিক বলেছ’। এবার আসামির পালা- কাঁদতে কাঁদতে সে বললো, ‘হুজুর আমি ফরিয়াদিকে চিনিনা, তাঁর উট আছে তাও জানিনা। সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে আমার সম্মানহানী করেছে; তাঁর কঠোর শাস্তি হওয়া দরকার’।
হোজ্জা তাঁর দিকে তাকিয়ে বলল, ‘তুমি ঠিক বলেছ’। আদালতে উপস্থিত সবাই মুখ চাওয়া-চাওয়ি করতে থাকল। এর মধ্যে একজন দাঁড়িয়ে বলল, ‘ধর্মাবতার, আসামি এবং ফরিয়াদি দুইজনই ঠিক হয় কী করে? একজন নিশ্চয় মিথ্যা বলছে।’ হোজ্জা তাঁর দিকে তাকিয়ে বলল - ‘তুমিও ঠিক বলেছ’।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status