খেলা

প্রধান কোচ হিসেবে সাক্ষাৎকার

ডমিঙ্গোর পরিকল্পনা জানলো বিসিবি

স্পোর্টস রিপোর্টার

৮ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ৯:১৯ পূর্বাহ্ন

স্টিভ রোডসের জায়গা নেবেন কে? ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকেই চলছে টাইগারদের প্রধান কোচ নিয়ে জোর আলোচনা। ক্রিকেট অঙ্গনে ভেসে বেড়াচ্ছে কয়েকজনের নাম।  এরই মধ্যে সাক্ষাৎকার দিয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ক্রেইগ ডমিঙ্গো। গতকাল সকালে বাংলাদেশে আসেন তিনি। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাদের সঙ্গে  সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা। তবে তিনিই শেষ নন, আরো দুই-একজন আসবেন। বিসিবি সবার সঙ্গে কথা বলার পর বেছে নেবেন প্রধান কোচ। ডমিঙ্গো ছাড়াও যারা বিবেচনায় আছেন তাদের অবশ্য নাম প্রকাশ করতে রাজি নয় বিসিবি। এমনকি ডমিঙ্গোর সঙ্গে কী আলোচনা হয়েছে সেটিও নয়। তবে বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছেন প্রধান কোচ ক্যাটাগরিতেই ডমিঙ্গোর সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, ‘আমরা ডমিঙ্গোর সঙ্গে আলোচনা করছি প্রধান কোচ হিসেবেই। তিনি আজ (গতকাল) কথা বলে গেছেন। অনেক বিষয়ে তার সঙ্গে কথা হয়েছে। আমরাও আমাদের চাওয়াগুলো তার কাছে তুলে ধরেছি। তবে শুধু ডমিঙ্গো নন, আরো কয়েকজন আসবেন। সবার সঙ্গে যদি কথা শেষ করে দ্রুতই সিদ্ধান্ত নেয়া হবে প্রধান কোচের বিষয়ে।’
চন্ডিকা হাথুরুসিংহের পর স্টিভ রোডসকে নিয়ে অনেক আশা করেছিল বিসিবি। কিন্তু শেষ পর্যন্ত চাওয়া-পাওয়ার হিসেবটা ব্যাটে-বলে হয়নি। বাংলাদেশের ক্রিকেট কোচদের বিদায় পর্ব অনেকটা তিক্ততায় ভরা। যে কারণে প্রশ্ন উঠেছে বিসিবি আসলে কেমন কোচ চায়? কোনো কোনো ক্রিকেটবোদ্ধার মতে বিসিবি আসলে জানেই না তারা কেমন কোচ চাইছে! তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, এবার কোচ নিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হবে। জেনে নেয়া হবে তার খুঁটিনাটি সব। সেই সঙ্গে তিনি জানিয়েছেন এবার দীর্ঘ মেয়াদের কোচই চাইছেন তারা।  কোচ নিয়োগের ক্ষেত্রে কোন কোন বিষয় বিবেচনা করা হচ্ছে তা নিয়ে জালাল ইউনুস বলেন, ‘আমরা যে শুধু দীর্ঘ মেয়াদে কোচ চাইছি তা নয়। কোচ নিয়োগের ক্ষেত্রে এটি ছাড়াও আরো অনেক কিছুই গুরুত্ব পাচ্ছে। এর মধ্যে অন্যতম তার পরিকল্পনা। আমরা জানতে চাইছি যে, সে বাংলাদেশ নিয়ে কতটা জানে। এছাড়াও তার পরিকল্পনা কী? সে কিভাবে বাংলাদেশকে নিয়ে কাজ করতে চায়, সেটির ধরন কী হবে। এই সব জানার পর দেখবো সে তার মেয়াদ নিয়ে কোনো শর্ত দেয় কি না। আমরা চাইবো অবশ্যই তার একমাত্র কাজ হোক দেশের ক্রিকেট নিয়ে। অন্য কোন শর্ত দেখা হবে না।’
এরই মধ্যে জানা গেছে বিসিবি বেশ কয়েকজন কোচের সঙ্গে কথাও বলেছেন। যাদের মধ্যে বেশ কয়েকটি হাইপ্রোফাইল নামও রয়েছে। তবে তারা বাংলাদেশ ছাড়াও খণ্ডকালীন কোচ হিসেবে আইপিএল, বিগ ব্যাশ বা বিপিএলেও কোচিং করতে চান। যা বিসিবি এবার মেনে নিতে চাইছে না। তারা চাইছে এমন একজন যার ধ্যান-ধারণা শুধু বাংলাদেশ নিয়েই থাকবে।
প্রধান কোচ হিসেবে সম্মানীর বিষয়টাও থাকে আলোচনায়। হাথুরুসিংহে বাংলাদেশে পেয়েছেন যে কোনো কোচের চেয়ে বেশি পারিশ্রমিক। হাইপ্রোফাইল কোচদের ক্ষেত্রে সেটি হয়। তবে বিসিবি অর্থনৈতিক বিষয়টি কতটা গুরুত্ব দিচ্ছে তা নিয়ে জালাল ইউনুস মুখ খুলতে রাজি হয়নি। তিনি বলেন, ‘কত সম্মানী হবে বা অর্থনৈতিক বিষয়টি একান্ত বিসিবির অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে আমরা কিছু বলতে পারি না। তবে এখন আমরা দেখছি কোচের পরিকল্পনাটা কী? যদি আমাদের মন মতো হয় তবেই না টাকার বিষয়টি আসবে।’
রাসেল ক্রেইগ ডমিঙ্গো ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্ব পালন করেন। ডমিঙ্গোর যেহেতু দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলকে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তাই ধারণা করা হচ্ছে, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই তার সঙ্গে কথা বলবে বিসিবি। অনেক দিন থেকে বিসিবির পরিকল্পনা টেস্ট ক্রিকেটের জন্য আলাদা কোচের। এবার কি সেই কাজটিই তারা করবে? নাকি তিন ফরম্যাটের জন্যই একজনকে নেবে, সময়ই বলে দেবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status