বিশ্বজমিন

‘মেহবুবা মুফতিকে নির্জন কারাবাসে রাখা হয়েছে’

মানবজমিন ডেস্ক

৭ আগস্ট ২০১৯, বুধবার, ১০:৩৪ পূর্বাহ্ন

জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে নির্জন কারাবাসে রাখা হয়েছে। তার সঙ্গে সাক্ষাত করতে দেয়া হচ্ছে না আইনজীবী অথবা দলীয় নেতাকর্মীদের। মঙ্গলবার এনডিটিভির কাছে এ অভিযোগ করেছেন তার মেয়ে ইলতিজা জাভেদ। তিনি বলেন, আমার মাকে সোমবার নিয়ে যাওয়া হয়েছে। তাকে হরি নিবাস নামে সরকারি গেস্ট হাউজে আটকে রাখা হয়েছে। তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে দেয়া হচ্ছে না আমাদের। তাকে দেখতে যেতে অনুমতি দেয়া হয় নি আমাকে। সমস্ত ল্যান্ডফোন, মোবাইল ফোন- সবকিছু বন্ধ থাকায় সব রকম যোগাযোগ চরম আকারে বিচ্ছিন্ন হয়ে আছে।

কাশ্মীরে সব রকম যোগাযোগের লাইন বিচ্ছিন্ন থাকায় ইলতিজা জাভেদ অডিও ম্যাসেজে কথা বলছিলেন এনডিটিভির সঙ্গে। সাবেক আরেক মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ সহ মেহবুবা মুফতিকে রোববার মধ্যরাতের দিকে গৃহবন্দি করে ভারত সরকার। এরপর সোমবার তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। মেহবুুবাকে তার শ্রীনগরের বাসভবন থেকে পার্শ্ববর্তী সরকারি গেস্ট হাউজে নিয়ে যাওয়া হয়। এ সম্পর্কে ইলতিজা জাভেদ বলেন, তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে। বিষয়টি আমার মা বা ওমর আবদুল্লাহকে কেন্দ্র করে নয়। আমার মনে হচ্ছে, ভারত সরকার অনুধাবন করতে পেরেছে যে, তারা যা করেছে তা অবৈধ। কাশ্মীরের মানুষ তাদের সিদ্ধান্ত মেনে নেবে না। তাই তারা নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে দুর্বৃত্তের মতো, অপরাধীর মতো আচরণ করছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status